X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৮ বছর পর প্রিমিয়ার লিগে বিকেএসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২২:০৫আপডেট : ২১ মে ২০১৮, ২২:৩২

বিকেএসপির প্রিমিয়ার লিগে ওঠার আনন্দ সেই ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ঘরোয়া ক্রিকেটের সেরা আসরে খেলা হয়নি। অবশেষে আক্ষেপ দূর করলেন বিকেএসপির বর্তমান ছাত্ররা। আট বছর পর সৌম্য-বিজয়-লিটন-নাসিরদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রিমিয়ার লিগে নিয়ে গেলেন শামিম-তুহিনরা। প্রথম বিভাগে রানার্স-আপ হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে বিকেএসপি।

সেজন্য দারুণ খুশি দলটির অধিনায়ক আব্দুল কাইয়ুম তুহিন।  ২০০৯ সালে সপ্তম শ্রেণিতে তিনি যখন ভর্তি হয়েছিলেন, তখন শেষবারের মতো প্রিমিয়ার লিগে খেলেছিল বিকেএসপি। তুহিন এর আগে দুবার প্রথম বিভাগ খেললেও দলকে প্রিমিয়ার লিগে নিয়ে যেতে পারেননি। তবে এবার তিনি সফল।

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হওয়ায় তুহিন উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি যে বছর বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম, সে বছর এনামুল ভাইরা প্রিমিয়ার লিগে খেলেছিলেন। কিন্তু পরের বছর বিকেএসপি প্রথম বিভাগে নেমে যায়। আমার স্বপ্ন ছিল, বিকেএসপিকে প্রিমিয়ার লিগে নিয়েই এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার। আগের দুবার পারিনি, তবে এবার পেরেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মেহেদী হাসান মিরাজের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন তুহিন। কিন্তু পরীক্ষা সহ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বিশ্বকাপ দলে সুযোগ হয়নি। প্রিমিয়ার লিগে ভালো খেলার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বললেন, ‘আমি বিকেএসপির হয়েই  প্রিমিয়ার লিগে খেলবো। প্রথম মৌসুমে ভালো খেলে বড় ক্লাবে সুযোগ করে নিতে চাই।’

দুর্দান্ত অধিনায়কত্বের পাশাপাশি লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল তুহিনের।  তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

তুহিনের সতীর্থ শামিম পাটোয়ারী এবার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। দলকে প্রিমিয়ার লিগে নিতে পেরে তিনিও দারুণ খুশি, ‘এটা গর্ব করার মতো ব্যাপার। অনেক দিন প্রিমিয়ার লিগে বিকেএসপি ছিল না। বিকেএসপির ছাত্র হিসেবে এই প্রতিষ্ঠানকে প্রিমিয়ারে খেলতে দেখবো। এই আনন্দের তুলনা হয় না।’

রবিবার বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় বিকেএসপি। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হতেই উৎসবে মেতে ওঠে দুই দল। ২৫ পয়েন্ট নিয়ে লিগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা। রানার্স-আপ বিকেএসপির সংগ্রহ ২১ পয়েন্ট।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি চেয়ারম্যান প্রার্থীর
নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি চেয়ারম্যান প্রার্থীর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত