X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাকিব-রাজ্জাকের প্রশংসায় উজ্জীবিত নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৯:৩১আপডেট : ২৩ মে ২০১৮, ১৯:৫৭

নিয়ন্ত্রিত বোলিংয়ে সাকিবের মন জয় করে নিয়েছেন নাজমুল। ছবি-বিসিবি কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সাফল্য পাচ্ছেন নাজমুল ইসলাম অপু। তারই পুরস্কার হিসেবে গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জীবনের প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট শিকারের পর থেকেই তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য। মার্চে কলম্বোতে নিদাহাস ট্রফির দলে ছিলেন, আগামী মাসে আফগানিস্তান সিরিজেও থাকবেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

এ পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি খেললেও নাজমুলের উইকেট মাত্র তিনটি। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনও ম্যাচেই বেশি রান দেননি। সেজন্য টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের প্রশংসাও পেয়েছেন অকুণ্ঠে।

রাজ্জাক প্রসঙ্গে নাজমুলের মন্তব্য, “রাজ ভাই সবাইকে বলেন, ‘আমাদের যে ক’জন বাঁহাতি স্পিনার আছে, তাদের মধ্যে অপুই বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সবচেয়ে ভালো বোলিং করে।’ তার এই কথায়  আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আশা করি, আমি বাঁহাতি ব্যাটসম্যানদের আটকে রাখতে পারবো।”

নাজমুলের লাইন-লেন্থ ঠিক রেখে বোলিংয়ের ক্ষমতায় সাকিবও মুগ্ধ। বিশ্বসেরা অলরাউন্ডারের মুগ্ধতার কথা জানালেন তিনি এভাবে, ‘‘সাকিব ভাই বলেছেন, আমার জন্য নাকি তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমি ইকোনমিকাল বোলিং করি বলে সব সময় রানের চাকা টেনে ধরতে পারি। সাকিব ভাই যেভাবে বলেন, আমি সেভাবেই বোলিং করার চেষ্টা করি।’

আফগানিস্তানের স্পিন আক্রমণের বিপক্ষে নিঃসন্দেহে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। বিশেষ করে দুই তরুণ স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান আফগানদের দুই শক্তিশালী অস্ত্র। নাজমুল অবশ্য দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখছেন, ‘ওদের দু-তিন জন ভালো স্পিনার আছে। তবে দল হিসেবে আমরা এগিয়ে। আমরা দল হিসেবেই খেলবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে