X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ক্লান্তির কারণেই পারফর্ম করতে পারছে না সাকিব’

রবিউল ইসলাম
০৭ জুন ২০১৮, ১৫:৫২আপডেট : ০৭ জুন ২০১৮, ১৬:১১

মেহরাব হোসেন অপি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় দেড় মাসেরও বেশি খেলেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে তার নিষ্প্রাণ পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে- আইপিএলে টানা ম্যাচ খেলেই কি ক্লান্ত বিশ্বসেরা এই অলরাউন্ডার? জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপিও মনে করছেন ক্লান্তির কারণেই পারফরম্যান্স করতে পারছেন না সাকিব।

সাকিবের পারফরম্যান্সে ঘাটতি দেখার কারণ নিয়ে নিজের ব্যক্তিগত মত বাংলা ট্রিবিউনকে জানালেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথাম সেঞ্চুরিয়ান, ‘আমার কাছে মনে হচ্ছে, সাকিব দেড় মাস আইপিএল খেলে অনেক বেশি ক্লান্ত। এটা আমার ব্যক্তিগত মতামত। এই ক্লান্তির কারণেই সে সেরা পারফরম্যান্সটা দিতে পারছে না। এখান থেকে বোঝা যাচ্ছে, আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচগুলো কঠিন।’

আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিলেও পরে আর তাকে বোলিংয়ে আনেননি সাকিব। সাকিবের এমন সিদ্ধান্তে বোর্ড প্রধানও বিস্ময় প্রকাশ করেছেন। এমনকি শেষ ম্যাচেও সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অপি অবশ্য সাকিবের অধিনায়কত্বে কোনও ভুল দেখছেন না, ‘আমার কাছে মনে হয় না সাকিবের নেতৃত্বে কোনও ভুল আছে। সে এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ  খেলোয়াড়। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকা উচিত না। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও অধিনায়কই ডেথ ওভারে অনিয়মিত বোলারদের ওপর ভরসা রাখবেন না। অধিনায়ক সাকিব সঠিক কাজটাই করছে।’

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকে রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানকে নিয়ে আলোচনা ছিল বাংলাদেশের ক্রিকেটে। তাদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ ছিল। কিন্তু এই তিনজনই বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিয়েছে। কারও মতে, রশিদ-মুজিবদের নিয়ে ভয় ঢুকে গেছে ক্রিকেটারদের মনে। অপির মতে, প্রতিপক্ষের এই তিন ক্রিকেটারকে নিয়ে অতিরিক্তি ভাবছে বলেই প্রত্যাশিত ফলটা আসছে না।

রশিদ, মুজিব ও নবীর চিন্তা ঝেড়ে ফেলে বৃহস্পতিবারের শেষ ম্যাচটি খেলার পরামর্শ দিলেন সাবেক এই ওপেনার, ‘সিরিজে তো আমরা পিছিয়েই পড়েছি। আমার মনে হয় ব্যাটসম্যানদের ভয় থেকে আজ (বৃহস্পতিবার) বের হয়ে আসতে হবে। রশিদ খান ও মুজিবকে নিয়ে অতিরিক্ত ভাবনা প্রভাবিত করছে বাংলাদেশকে। শেষ ম্যাচে মাথা থেকে এসব ঝেড়ে ফেলে ইতিবাচক ক্রিকেট খেললে আমাদের পক্ষে ফল আসতে পারে।’

ইতিবাচক ক্রিকেট নিয়ে অপির ব্যাখ্যা, ‘ইতিবাচক ক্রিকেট মানে এটা নয় যে, শুরুতেই তাদের ওপর চড়াও হতে হবে। হিসাব করে ঝুঁকি নিয়ে তাদের (রশিদ, নবী ও মুজিব) ওভারে সিঙ্গেলে রানের চাকাকে সচল রাখতে হবে। এরপর বাকি বোলারদের নিয়ে পরিকল্পনা করলেই আমরা ভালো একটা স্কোর করতে পারব।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও স্লো উইকেটে খেলেছে বাংলাদেশ। এ ধরনের উইকেটে পেসারদের কিছুই করার থাকে না। প্রথম ম্যাচে বিশেষজ্ঞ তিন পেসার নিয়ে খেললেও দ্বিতীয় ম্যাচে তাই একজন কম নিয়ে খেলেছে। অপি মনে করেন কম্বিনেশন ঠিকই আছে, ‘শেষ ম্যাচের ব্যাটিং অর্ডারটা আমার কাছে সঠিক মনে হয়েছে। এটাই শেষ ম্যাচেও খেলানো উচিত। অনেকে বলছে এই উইকেটে স্পিনার খেলানো উচিত। উইকেটে অতিমাত্রায় টার্ন নেই। হয়তো বল নিচু হচ্ছে। মুজিব ও নবীর বল দেখলেই বোঝা যাবে, তাদের বল খুব বেশি টার্ন করেনি। তারা জায়গামতো বল করেছে। তাদের নিখুঁত বোলিংয়ের কারণে ব্যাটসম্যানরা ডট দিতে বাধ্য হয়েছে।’

বাংলাদেশের স্পিনারদের মধ্যে কেউ ঠিক জায়গায় বোলিং করতে পারেনি। তারপরও আরেকজন স্পিনার নিলে খুব একটা সমস্যা হবে না মনে করছেন অপি, ‘একজন বাড়তি স্পিনার চাইলে খেলাতে পারে বাংলাদেশ। স্পিনাররা যদি আফগান ব্যাটসম্যানদের ব্যাকফুটে খেলাতে পারে, সেটা হবে দারুণ পরিকল্পনার ফসল।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা