X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এখন ওয়ানডের দিকে তাকিয়ে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৯:৩০আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:৪১

এখন ওয়ানডের দিকে তাকিয়ে সাকিব ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে। কিন্তু হতাশা নিয়ে বসে থাকার সময় নেই তাদের সামনে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জ্যামাইকা টেস্ট ৩ দিনে শেষ হওয়ায় প্রথম ওয়ানডের আগে এক সপ্তাহ সময় পাচ্ছেন সাকিব আল হাসানরা। এই সময় কাজে লাগিয়ে দুই টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ভালো কিছু করতে চায় বাংলাদেশ।

শনিবার হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিব জানালেন তার হতাশার কথা। তবে আশার আলোও দেখালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘টেস্ট সিরিজে যেমনটা চেয়েছিলাম, তেমন করে খেলতে পারিনি আমরা। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের দিকে তাকিয়ে আমরা। কারণ সম্প্রতি ওয়ানডেতে আমরা ভালো করছি। তাই এ সিরিজ নিয়ে আমি আশাবাদী।’

প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ১৬৬ রানে হেরেছে সফরকারীরা। সিরিজে খুব কঠিন সময় পার করতে হয়েছে স্বীকার করলেন সাকিব, ‘টেস্ট সিরিজ হতাশায় কেটেছে। আমরা জানতাম এই সিরিজ আমাদের জন্য কঠিন হবে। তবে এতটা কঠিন হবে ভাবতে পারিনি। বেশ কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের।’

বিশেষ করে ব্যাটিং নিয়ে হতাশা লুকালেন না সাকিব, ‘ব্যাটিংয়ে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সবাই হতাশ করেছে। তবে বোলারদের পারফরম্যান্স, বিশেষ করে স্পিনাররা ছিল অসাধারণ।’

অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সাকিবের লক্ষ্য ছিল বিদেশের মাটিতে উন্নতির স্বাক্ষর রাখা। শুরুটা বাজে হলেও আশাবাদী বাঁহাতি অলরাউন্ডার, ‘আমরা ১৮ বছর ধরে টেস্ট খেলছি। কিন্তু দেশের বাইরে খুব একটা ভালো কখনোই করিনি। অনেক জায়গা আছে কাজ করার। কোচিং স্টাফ, বোর্ড, সিনিয়র ক্রিকেটার, সবাইকে সেসব জায়গায় কাজ করতে হবে।’

আগামী ২২ জুলাই ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন