X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সোহাগ গাজীর জাতীয় দলে ফেরার পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১১:৫৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১২:০৫

সোহাগ গাজী তিন বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে সোহাগ গাজী। তার সামনে আবার জাতীয় দলের জার্সি পরার সুযোগ। এজন্য আগামী রবিবার পরীক্ষায় বসবেন এই স্পিনার। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই পরীক্ষা দেবেন সোহাগ। এই ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

২০১৫ সালে জুলাইয়ের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহাগ। এছাড়া সবশেষ ঘরোয়া মৌসুম মোটামুটি ভালোই কেটেছে। অবশ্য এই পারফরম্যান্স জাতীয় দলে তার ফেরার জন্য যথেষ্ট ছিল না। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের আগে তার ফিটনেস ও ফর্মটা পরীক্ষা করতেই নির্বাচকরা ‘এ’ দলে তাকে সুযোগ দিয়েছেন।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের বিবেচনায় অনেক খেলোয়াড়ই থাকে। তাকে (সোহাগ গাজীকে) আমরা মাথায় রেখেছি। তবে এর আগে আমরা তাকে একটু যাচাই করে নিতে চাইছি। বিবেচনায় আরও কয়েকজন স্পিনার থাকলেও অভিজ্ঞতার কারণে সোহাগকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’

সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উইকেট শিকারে শীর্ষদের মধ্যে না থাকলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন সোহাগ। ঢাকা প্রিমিয়ার লিগে ওভারপ্রতি মাত্র ৪.০২ রান দিয়ে ১৮ উইকেট নিয়েছিলেন। বিপিএলে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১১ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি কেবল ৬.৮৩ রান দিয়ে।

রবিবার শেষ ম্যাচে সোহাগ ছাড়াও বাংলাদেশ ‘এ’ দলে আরেকটি পরিবর্তন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন। শেষ ওয়ানডেতে তিনি ফিরছেন।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় দুই দল। তাই তৃতীয় ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী। সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শেষ ওয়ানডের ‘এ’ দল: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, ফজলে রাব্বি, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, সাইফ উদ্দিন, সোহাগ গাজী ও সানজামুল ইসলাম।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে