X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ম্যাকেঞ্জির কাছে অনেক কিছু শেখার আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ২১:৫২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৫৫

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি নিল ম্যাকেঞ্জি ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে যোগ দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে। প্রাথমিকভাবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি তার। কাজ শুরুর দুই সপ্তাহের মধ্যেই সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান জয় করে নিয়েছেন তামিম ইকবালের মন।

নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়ার পর এই প্রথম বাংলাদেশের কোনও ক্রিকেটার কথা বলেছেন ম্যাকেঞ্জি সম্পর্কে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তামিম, ‘ম্যাকেঞ্জির বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে। যে কয়েকদিন তার সঙ্গে কাজ করেছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ম্যাকেঞ্জি অসাধারণ একজন কোচ। তিনি যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করেন, তার কাছ থেকে আমাদের ব্যাটসম্যানদের অনেক কিছু শেখার আছে।’

গত কয়েক বছর ধরে ফর্মে থাকা তামিম নিজেকে আরও শাণিত করতে চান ম্যাকেঞ্জির অধীনে। তার বিশ্বাস এখনকার অবস্থা থেকে আরও উন্নতি করা সম্ভব, বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি তার সঙ্গে কাজ করার জন্য। তিনি আমাকে যা বলেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি যদি তার কথা শুনে নিজেকে আরও শাণিত করতে পারি তাহলে আমার মনে হয় আমি আরও ৫-১০ ভাগ উন্নতি করতে পারব। আশা করি তার সঙ্গে কাজ করে অনেক কিছু নিতে পারব। অন্যরাও একই চিন্তা করলে ফল পাবে।’

কয়েক বছর ধরেই ওপেনিংয়ে নির্ভরযোগ্য সঙ্গী পাচ্ছেন না তামিম। ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক ও লিটন দাসকে দেখা গেছে তামিমের উদ্বোধনী সঙ্গী হিসেবে। যদিও কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। এ নিয়ে অবশ্য তামিমের কোনও হতাশা নেই, ‘এটা হতাশার ব্যাপার না। হয়তো তাদের সেরকম পারফরম্যান্স হচ্ছে না। আমি সামনে থেকে দেখেছি যারাই খেলছে, তারা সবাই চেষ্টা করছে। হয়তো প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না। কিন্তু আমার কারও সামর্থ্যের ওপর কোনো সন্দেহ নেই।’

কথাটা শেষ করেই বাঁহাতি ওপেনার বললেন, ‘আমার সঙ্গে যে-ই ব্যাট করেছে, তারা বাংলাদেশের হয়ে অন্তত ১০ বছর সার্ভিস দেওয়ার মতো খেলোয়াড়। দুই-একটা ম্যাচে ভালো ইনিংস হলেই ওরা স্থায়ী হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক