X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এটাই আমার ক্যারিয়ার সেরা ইনিংস: মুশফিক

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৪

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেছেন মুশফিকুর রহিম। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিজে এসে বুক চিতিয়ে লড়াই করে খেলেছেন ১৪৪ রানের অসাধারণ ইনিংস। ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকের আগের সর্বোচ্চ রান ছিল ১১৭, ভারতের বিপক্ষে।

রবিবার টিম হোটেলে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ার সেরা ইনিংস। এখানে খুব গরম, তাই প্রতিটা বলে মনোযোগ ধরে রাখতে হয়েছে। দৌড়ে ২/৩ রান নেওয়া বেশ কঠিন ছিল। ভবিষ্যতে এমন অনেক ইনিংস খেলতে চাই।’

তাড়াহুড়া না করে নিজের সুবিধা মতো জায়গায় বল পাওয়ার অপেক্ষায় ছিলেন মুশফিক। শুরুতে ধীর-স্থির থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণে যান তিনি। নিজের পরিকল্পনা নিয়ে তার ব্যাখ্যা, ‘আমি জানতাম, ১১ থেকে ৪০ ওভারে বৃত্তের বাইরে যখন  চার জন ফিল্ডার থাকবে তখন বাউন্ডারি হাঁকানো সহজ হবে। আমি সেই সুযোগ নিয়েছি আর তা কাজেও লেগেছে। তামিম ক্রিজে নামার পর আমাকেই খেলতে হতো। আমি সেই সময় আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলেছি।’

‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকের ব্যাটে অনেক জয় এসেছে বাংলাদেশের। শনিবারেরটা কততম জয়? টাইগারদের আরেকটি জয়ের নায়কের উত্তর, ‘সত্যি কথা বলতে কোনও হিসেব নেই। কখনও হিসেব করতেও চাই না। আগামীতে যেন দলকে আরও ম্যাচ জেতাতে পারি সেটাই আমার লক্ষ্য। আমি চাই, হিসেবটা যেন কোনোভাবেই করতে না পারি!’

ওয়েস্ট ইন্ডিজ সফর ভালো কাটেনি মুশফিকের। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রান ছাড়া বলার মতো ইনিংস ছিল না ক্যারিবিয়ানে। এশিয়া কাপে প্রথম ম্যাচেই জ্বলে উঠতে পেরে তিনি দারুণ খুশি, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের পারফরম্যান্সে খুশি ছিলাম না। ওখানে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারিনি। বড় ইনিংস খেলার জন্য এই টুর্নামেন্টকে টার্গেট করেছিলাম। শুরুতেই সেটা করতে পেরে ভালো লাগছে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে