X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অভিষেকের অপেক্ষায় রনি-শান্ত, ফিরছেন মুমিনুল

রবিউল ইসলাম, দুবাই থেকে
২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০

রনি ও শান্তর অভিষেকের সঙ্গে মুমিনুল ফেরার অপেক্ষায় সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচিতে সেটা আর হচ্ছে না। তাই নিয়মরক্ষার এই ম্যাচে তরুণ ক্রিকেটারদের নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে আবুধাবিতে অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনির।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে আরও দুই একটি পরিবর্তন আসতে যাচ্ছে গ্রুপের শেষ ম্যাচে। শুক্রবার ভারতের বিপক্ষে সেরা চারের প্রথম ম্যাচের জন্য সিনিয়রদের বিশ্রামে রাখছে বাংলাদেশ।

তামিম ইকবাল কব্জির চোট নিয়ে দেশে ফেরায় একটি পরিবর্তন নিশ্চিত ছিল। তার বদলি হয়ে সুযোগ পাচ্ছেন শান্ত। অনেক দিন থেকেই জাতীয় দলের আসা যাওয়ার মধ্যে আছেন তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান। গত বছর নিউজিল্যান্ডে ভাগ্যক্রমে একটি টেস্ট খেলেন শান্ত। ক্রাইস্টচার্চ টেস্টের আগে তিন জনের ইনজুরিতে ভাগ্য খোলে তার।

শান্ত ছাড়াও তরুণ পেসার রনির অভিষেক হতে যাচ্ছে। বড় ম্যাচের আগে মোস্তাফিজকে বিশ্রাম দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এতে করে প্রথমবার ওয়ানডে ক্যাপ মাথায় দেবেন ১০টি টি-টোয়েন্টি খেলা রনি।

এর বাইরে আরও একটি পরিবর্তন নিশ্চিত। মুশফিকুর রহিমকে বিশ্রামে রাখা হচ্ছে। এতে তিন বছর পর আবারও ওয়ানডেতে ফেরা হচ্ছে মুমিনুল হকের। সম্প্রতি আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ২০১৫ সালের পর ওয়ানডের দরজা খুলছে তার।

শোনা যাচ্ছে সাকিব আল হাসানকেও দেওয়া হতে পারে বিশ্রাম। তাহলে দলে খেলবেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

ম্যাচ গুরুত্বহীন বলেই দলে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষে টিম ম্যানেজমেন্ট। এনিয়ে অধিনায়ক মাশরাফি মুর্তজার ব্যাখ্যা, ‘ম্যাচ এরকম (মূল্যহীন) হয়ে গেল বলে বিশ্রামের কথা ভাবছি সেটা নয়। এমনিতেই আমাদের কিছু পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী কাউকে কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে। আমাদের জন্য কাজটা আগে থেকেই কঠিন ছিল। কারণ বৃহস্পতিবার ম্যাচ খেলে পরদিন সুপার ফোরের প্রথম খেলা। ক্লান্তি কাটানোর সময় খুব বেশি নেই। কাল (বৃহস্পতিবার) পরে ফিল্ডিং করলাম। তার পর দিনের ম্যাচে আগে ফিল্ডিং পেলে সেই ধকল কিভাবে সামলাবো। শরীরের সঙ্গে তো জোর করা চলে না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা