X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাহানে-পন্থর ব্যাটে নিরাপদে ভারত

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

টানা দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি উদযাপন করলেন পন্থ হায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলেও ভারত নিরাপদে শেষ করেছে দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের করা ৩১১ রানের জবাবে কেবল ৩ রানে পিছিয়ে স্বাগতিকরা, উইকেট আছে আরও ৬টি।

আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থর প্রায় দেড়শ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে ভারত। ৪ উইকেটে ৩০৮ রানে শনিবারের খেলা শেষ করেছে তারা।

৭ উইকেটে ২৯৫ রানে এদিন মাঠে নামে উইন্ডিজ। কিন্তু আধ ঘণ্টার মধ্যে উমেশ যাদব বাকি ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় দিন কেবল ১৬ রান করেছে সফরকারীরা। ৮৮ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলার উমেশ। ১৯৯৯ সালের পর প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার এক ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পেলেন।

প্রথম ওভারেই দেবেন্দ্র বিশুকে (২) বোল্ড করেন উমেশ। ৯৮ রানে খেলতে নেমে রোস্টন চেজ সেঞ্চুরির দেখা পান। ২০১১ সালের পর প্রথম উইন্ডিজ হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছান ১৭৬তম বলে ৭ চার ও ১ ছয়ে।

রাহানে সতর্ক ব্যাটিং করছেন ১০২তম ওভারে চেজকে ১০৬ রানে বোল্ড করেন উমেশ। এই পেসার পরের বলেই শ্যানন গ্যাব্রিয়েলকে ক্যাচ বানান পন্থের।

প্রথম সেশনেই ব্যাট করতে নেমে পৃথ্বী শ ঝড় তোলেন। তার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে বিদায় নেন লোকেশ রাহুল, তার অবদান ছিল কেবল ৪ রান। ৫৩ বলে ১১ চার ও ১ ছয়ে ৭০ রান করে আউট হন পৃথ্বী। পরের ওভারে চেতেশ্বর পুজারা (১০) দ্রুত ফিরে যান। ১০২ রানে ৩ উইকেট হারায় ভারত।

রাহানের সঙ্গে ৬০ রানের জুটিতে এই ধাক্কা সামলে নেন বিরাট কোহলি। অধিনায়ক ৪৫ রান করে আউট হলে পন্থ উপযুক্ত সঙ্গ দেন রাহানেকে। অপরাজিত ১৪৬ রানের জুটি গড়েছেন দুজনে। ১৪২ বলে ৮৫ রানে অপরাজিত আছেন পন্থ, আর রাহানের ৭৫ রানের ইনিংস ১৭৪ বলের। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ