X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাব্বিকে আরেকটি সুযোগ দিতে চান মাশরাফি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৮, ১৮:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:১১

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাশরাফি ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফজলে রাব্বির। তবে গত রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে তিনি চরম ব্যর্থ। ওয়ানডেতে বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হওয়ার পর বল হাতেও কিছু করতে পারেননি। বুধবার দ্বিতীয় ম্যাচে কি রাব্বি দলে থাকবেন?

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে প্রসঙ্গটা উঠতে নতুন সতীর্থর পাশেই থাকলেন মাশরাফি মুর্তজা, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি রাব্বির আরেকটি সুযোগ পাওয়া উচিত। একজন ক্রিকেটারকে একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। প্রথম ম্যাচে রাব্বি যে বলে আউট হয়েছে তাতে ওকে দোষ দেওয়া যায় না। তাছাড়া ক্রিকেট খেলার মধ্যে কাউকে দোষারোপ না করাই ভালো। রাব্বিকে খেলানোর  সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। এখানে সবার মতামত গুরুত্বপূর্ণ। তবে আমাদের যে খুব বেশি বিলাসিতা দেখানোর সুযোগ নেই, সেটাও মাথায় রাখতে হবে। তারপরও যতখানি সম্ভব তাকে সমর্থন দিতেই হবে।’

প্রথম ম্যাচে তিন ওভার বল করে ১৬ রানের বিনিময়ে উইকেটশূন্য ছিলেন রাব্বি। তার বোলিং নিয়ে অধিনায়কের বিশ্লেষণ, ‘রাব্বি যেদিক দিয়ে বল করেছে সেদিকের উইকেট আনইভেন ছিল। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে অনেক মানসিক চাপ থাকে। সব কিছু মিলে সে পারেনি। তবে এটা কোনও ব্যাপার নয়।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর চেষ্টা করছে বাংলাদেশ। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এ বিষয়ে মাশরাফির ব্যাখ্যা, ‘আমরা দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। রাব্বি আরেকটি সুযোগ ডিজার্ভ করে। পাশাপাশি আমাদের কয়েক জনকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেমন শান্ত বসে আছে, ওর মাঠে নামা দরকার। আরিফুল এশিয়া কাপ থেকে টিমের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পায়নি। সে-ও একটা সুযোগ ডিজার্ভ করে। আবু হায়দার নিজের প্রথম ম্যাচে ভালো করেও সাইড বেঞ্চে বসে আছে। আমাদের আরেকটু ক্লিনিকাল হতে হবে। ম্যাচ না হেরে কীভাবে তরুণদের মধ্যে থেকে একজন-দুজনকে সুযোগ দেওয়া যায় সেটা দেখতে হবে।’

তরুণরা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও জাতীয় দলের জার্সিতে কেমন যেন নার্ভাস হয়ে পড়েন। এর কারণ হিসেবে মাশরাফি জানালেন, ‘প্রথমত ক্যামেরা। একজন খেলোয়াড় যখন জানতে পারে যে টিভিতে খেলা দেখানো হচ্ছে, তখন তার ওপরে অটোমেটিক চাপ চলে আসে। হোমে খেলা হলে ক্রাউড তো থাকেই। তবে সবচেয়ে বড় সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যম। এর বাইরে প্রেস, টিমমেট এবং পরিবারের চাপ আছে। এগুলো তো ঘরোয়া ক্রিকেটে নেই। সেখানে কেউ তেমন খোঁজও রাখে না। আসলে ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক ব্যবধান।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড