X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেড় মাস পর ব্যাট ধরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:১৪

দেড় মাস পর ব্যাট ধরলেন সাকিব প্রায় দেড় মাস পর ব্যাট হাতে নিলেন সাকিব আল হাসান। বুধবার ব্যাটিং অনুশীলন করেছেন তিনি বেশ খানিক সময়। লম্বা বিরতি শেষে ব্যাটিংয়ে নেমে সন্তুষ্টি ঝরেছে সাকিবের কণ্ঠে।

এশিয়া কাপের সময় আঙুলের চোটটা মারাত্মক আকার ধারণ করেছিল সাকিবের। তাই ২৬ সেপ্টেম্বর ফোলা আঙুল নিয়ে দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল তাকে। এরপর দেশে ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই অলরাউন্ডারের বাঁ হাতের আঙুলের চিকিৎসা চলে। অস্ত্রোপচারের কথা থাকলেও ভবিষ্যতের চিন্তা করে সেটা আর করেননি তিনি। এই অবস্থায় প্রায় দেড় মাস পর বুধবার মিরপুরের একাডেমিতে ব্যাট হাতে নিলেন সাকিব। প্রথম দিন স্পিনারদের বিপক্ষে ব্যাট করেছেন তিনি।

ব্যাটিং নিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে ধীরে ধীরে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেস বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। প্রথম দিন হিসেবে আমি বলব, অনেক ভালো কেটেছে সময়।’

আপতত ব্যাটিং নিয়েই কাজ করবেন তিনি। ধাপে ধাপে ফিল্ডিং ও বোলিং শুরু করবেন বলে জানিয়ছেন এই অলরাউন্ডার, ‘সবই ধীরে ধীরে শুরু হবে। কাল-পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। এভাবে উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।’

ব্যাটিং অনুশীলন করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সাকিবও জানালেন তাড়াহুড়ো করতে চান না তিনি, ‘আস্তে আস্তে শুরু করেছি। এরপর পেস বাড়ার পর বুঝতে পারব কী হচ্ছে। দ্রুত কিছু করা যাবে না- এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভেতর বুঝতে পারব কী হবে।’

বাঁ হাতের কনিষ্ঠায় চলতি বছরের জানুয়ারিতে চোট পান সাকিব। এরপরও ব্যথানাশক ইনজেকশন নিয়ে নিদাহাস ট্রফি, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন। এশিয়া কাপের আগে আঙুলে অস্ত্রোপচার করাতে আগ্রহ প্রকাশ করলেও ‘বিসিবির চাওয়াতে’ তা না করেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলতে দুবাই গিয়েছিলেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে