X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইয়াসিরের ঘূর্ণির পর উইলিয়ামসন-ওয়াটলিংয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

পাকিস্তানের উইকেট উদযাপন ইয়াসির শাহর ঘূর্ণিতে আরেকবার টালমাটাল নিউজিল্যান্ডের টপ অর্ডার। তবে এবার দাঁড়িয়ে গিয়েছিলেন কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং। তাদের লড়াইয়ে আবুধাবি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে সফরকারীদের স্কোর ৭ উইকেটে ২২৯ রান।

আগের টেস্টে ইয়াসির একাই শেষ করে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ১৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে এনে দেন ইনিংস ব্যবধানে জয়। দুবাইয়ের পর আবুধাবিতেও তার ঘূর্ণিতে এলোমেলো কিউইরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭২ রানেই হারায় তারা ৪ উইকেট।

ওই জায়গা থেকে সফরকারীদের টেনে তোলেন উইলিয়ামসন ও ওয়াটলিং। ধৈর্যশীল ব্যাটিংয়ে কিউই অধিনায়ক তুলে নেন হাফসেঞ্চুরি। অন্যদিকে দিন শেষে অপরাজিত ওয়াটলিং ১৮০ বলে করেছেন ৪২ রান। টপ অর্ডারে ধস নামার পর পঞ্চম উইকেটে তাদের ১০৪ রানে জুটিতে স্বস্তি ফেরে নিউজিল্যান্ড ক্যাম্পে। তবে ৮৯ রান করা উইলিয়ামসনের আউটে আবারও ব্যাকফুটে চলে যায় তারা।

দুই কিউই ব্যাটসম্যানের লড়াইয়ের পরও প্রথম দিন পাকিস্তানের। টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে চেপে ধরে তারা শুরু থেকেই। অভিষিক্ত শাহীন আফ্রিদিকে প্রথম উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। টম ল্যাথামকে (৪) এলবিডাব্লিউ করে টেস্ট উইকেটের খাতা খোলেন তরুণ এই পেসার।

শুরুর ওই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল সফরকারীরা জিৎ রাভাল ও উইলিয়ামসনের ব্যাটে। কিন্তু ভালো শুরু করেও ইয়াসিরের বলে ৪৫ রানে রাভাল ফিরে গেলে নতুন করে ধাক্কা খায় তারা। সেটা আরও বড় আকার ধারণ করে পাকিস্তানি স্পিনার পরপর রস টেলর ও হেনরি নিকোলসের উইকেট তুলে নিলে। মুখোমুখি হওয়া প্রথম বলে টেলরকে (০) আউট করার পর ইয়াসির একইভাবে প্যাভিলিয়নে ফেরান নিকোলসকে (১)।

কঠিন চাপে পড়া দলকে টেনে তোলার কাজ শুরু করেন উইলিয়ামসন ও ওয়াটলিং। প্রয়োজনের সময় উইলিয়ামসন হাফসেঞ্চুরি করে হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে, আর ধৈর্যের পরীক্ষায় দিয়ে ওয়াটলিং আগলে রাখেন অন্যপ্রান্তে। কিন্তু তৃতীয় সেশনে এসে ভুল করে বসেন উইলিয়ামসন। হাসান আলীর বলে ৮৯ রান করে ফিরতে হয় তাকে। ১৭৬ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে।

বল হাতে শেষ বিকেলে জ্বলে উঠেন আরেক স্পিনার বিলাল আসিফ। কলিন ডি গ্র্যান্ডহোম (২০) ও টিম সাউদিকে (২) আউট করে চেপে ধরেন কিউইদের। বাকি সময়টা কিউইরা আর উইকেট হারায়নি ওয়াটলিংয়ের সঙ্গে অভিষিক্ত অফ স্পিনার ‍উইলিয়াম সমারভিলের (১২*) প্রতিরোধে।

টপ অর্ডারে ধস নামানো ইয়াসির ৬২ রানে পেয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট শিকার বিলাল আসিফের। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

নিউজিল্যান্ড: প্রথম ইনিংসে ৯০ ওভারে ২২৯/৭ (উইলিয়ামসন ৮৯, রাভাল ৪৫, ওয়াটলিং ৪২*, গ্র্যান্ডহোম ২০; ইয়াসির ৩/৬২, বিলাল ২/৫৭)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?