X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সমতা ফেরাতে আত্মবিশ্বাসী সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪২

সংবাদ সম্মেলনে সৌম্য সরকার পিছিয়ে পড়ে সিরিজ জয়ের মধুর স্মৃতি এখনও বেশ টাটকা। জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে এ মুহূর্তে একই পরিস্থিতির সামনে সাকিব-তামিমরা। সিলেটে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততেই হবে টাইগারদের। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও সৌম্য সরকারের দৃঢ় বিশ্বাস, সিরিজে সমতা ফিরিয়ে আনতে সমস্যা হবে না।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সৌম্য বলেছেন, ‘আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে  প্রস্তুত। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে আমাদের দল। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিলাম। তবে পরের দুই ম্যাচে জয় পেয়ে সিরিজটা আমরাই জিতেছিলাম। সেই সিরিজই এখন আমাদের অনুপ্রেরণা।’

প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার ‍মাশুল দিয়ে হার মেনেছে বাংলাদেশ। সৌম্য জানালেন, সেদিনের সব ভুল শুধরে মাঠে নামাই তাদের লক্ষ্য, ‘সেদিন শুরুতে ওদের বোলারদের চার্জ করতে গিয়ে আমরা হয়তো ভুলই করেছি। প্রথম কয়েকটা ওভার একটু বুদ্ধি করে খেলা উচিত ছিল। কালকের ম্যাচে আমরা শুরুতে একটু সাবধানে খেলার চেষ্টা করবো। পাওয়ার প্লেতে উইকেট ধরে রেখে খেলতে পারলে ফিনিশিং ভালোভাবে করা যাবে। প্রথম ম্যাচের ভুল শুধরে আমরা মাঠে নামতে চাই।’

তীব্র শীত বাড়তি সুবিধা দিতে পারে ক্যারিবিয়ান পেসারদের। বাংলাদেশের আক্রমণাত্মক ওপেনারের কণ্ঠে এ বিষয়ে বাড়তি সতর্কতা, ‘এমন আবহাওয়ায় পেস বোলারদের কার্যকারিতা একটু বেশি থাকে। ওদের বোলারদের তাই ঠাণ্ডা মাথায় মোকাবেলা করতে হবে।’

১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে হয়েছে মিরপুরে। শেষ ওয়ানডে আর প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ছিল সিলেট। মাঝে কিছু দিন খেলা না হওয়ায় শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট ভালো অবস্থায় থাকবে বলেই সৌম্যর ধারণা, ‘মিরপুরের উইকেট কয়েক দিন বিশ্রাম পেয়েছে। ভালো উইকেট তৈরির জন্য তাই যথেষ্ট সময় পেয়েছেন কিউরেটররা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে