X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘রাজশাহীকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে খুলনা’

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৬ জানুয়ারি ২০১৯, ১৯:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৯:০২

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন খুলনা টাইটানসের টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার সুমন টানা চার ম্যাচ হারের হতাশা নিয়ে সিলেটের মাটিতে পা রেখেছিল খুলনা টাইটানস। তবে সিলেট পর্বের শুরুতে জয় পেয়ে গতবার সেরা চারে থাকা দলটি ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। মঙ্গলবার রাজশাহী কিংসকে ২৫ রানে হারানো খুলনার পরের ম্যাচ আগামী শুক্রবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার সুমনের দৃঢ় বিশ্বাস, দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াবে টাইটানস।

বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে হাবিবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এবারের বিপিএলে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের একটা জয়ের দরকার ছিল, যা মঙ্গলবার পেয়েছি। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমরা। আমাদের আরও অনেক পথ পেরোতে হবে। সামনে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আশা করি, সামনের ম্যাচগুলো ইতিবাচক খেলতে পারবে দল।’

শক্তিশালী কুমিল্লার বিপক্ষে দলের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাবিবুল বলেছেন, ‘বিপিএলের সব দলই শক্তিশালী। দুই-একটি দল হয়তো কিছুটা এগিয়ে। তবে জিততে হলে ভালো পারফর্ম করতেই হবে। আমাদেরও ভালো খেলতে হবে জেতার জন্য।’

এবারের বিপিএলে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভীষণ সমস্যায় ফেলেছে খুলনা টাইটানসকে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল আশাবাদী, পরের ম্যাচেই জ্বলে উঠবে মিডল অর্ডার, ‘আসলে এবার সব দলকেই মিডল অর্ডার নিয়ে ভুগতে হচ্ছে। আমাদের দলও এ নিয়ে সমস্যায়। এ ব্যাপারে কিছুটা হতাশা তো আছেই। আশা করি, মিডল অর্ডার ব্যাটসম্যানরা রানে ফিরবে। আমাদের শুরুটা অবশ্য ভালো হচ্ছে, কিন্তু এরপর স্লো হয়ে যাচ্ছে রান রেট। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেই আমার বিশ্বাস।’

খুলনার ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবার একদমই ‘ফ্লপ’। চারটি ম্যাচ খেলে এই প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানের রান ১, ১৩, ৬ ও ১১। কোচ মাহেলা জয়াবর্ধনে অবশ্য আস্থা হারাননি শান্তর ওপর থেকে। হাবিবুলও মনে করেন, বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান জ্বলে উঠবেন শিগগিরই, ‘একটা বড় ইনিংস খেললেই শান্তর সব সমস্যা দূর হবে। ওকে আমরা আরও সুযোগ দিতে চাই। আশা করি, পরের ম্যাচেই শান্ত রানে ফিরবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ