X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বড় সংগ্রহের পথে চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩

বড় সংগ্রহের পথে চিটাগং ভাইকিংস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সুবিধা করতে পারছে না খুলনা টাইটানস। পাওয়ার প্লেতে তারা দুটি উইকেট নিলেও চিটাগং ভাইকিংস বড় সংগ্রহের পথে। ১০ ওভার শেষে ২ উইকেটে ৮৩ রান তাদের।

শরীফুল ইসলামের বলে চতুর্থ ওভারে চিটাগংয়ের উদ্বোধনী জুটি ভাঙে খুলনা। ক্যামেরন ডেলপোর্ট ১৩ রানে ডেভিড উইজের ক্যাচ হন। ১৭ রানের এ জুটি ভাঙার পর ওপেনার মোহাম্মদ শাহজাদ ছোট ঝড় তুলেছিলেন। কিন্তু ষষ্ঠ ওভারে তার ইনিংসের ইতি ঘটে। ১৭ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৩ রানে তাইজুল ইসলামের শিকার হন আফগান ওপেনার। ৫৬ রানে ২ উইকেট হারানোর পর চিটাগং প্রতিরোধ গড়েছে মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর জুটিতে।

বেশ বড় বদল নিয়ে চিটাগংয়ের মুখোমুখি হয়েছে খুলনা।কুমিল্লার বিপক্ষে খেলা জহুরুল ইসলাম, ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট ও জুনায়েদ খান খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন পল স্টারলিং, ব্রেন্ডন টেলর, ডেভিড উইজ, শুভাশীষ রায় ও শরীফুল ইসলাম।

চিটাগংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হলো খুলনা। সিলেটের দ্বিতীয় পর্বে অন্য দলগুলো একাধিক ম্যাচ খেলার সুযোগ পেলেও চিটাগং একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।

তাদের প্রতিপক্ষ খুলনার শেষ চারে থাকাটা আরও কঠিন হয়ে উঠেছে। শুক্রবার কুমিল্লার বিপক্ষে হেরে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি তাদের বাড়াতে হবে নেট রানরেটও। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকে। 

ঢাকায় টানা হারের পর সিলেটে এসে জয়ের দেখা পায় খুলনা। যদিও কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে পারেনি মাহমুদউল্লাহরা। কুমিল্লার বিপক্ষে হারের ১৯ ঘণ্টার ব্যবধানে আরেকটি ম্যাচ খেলতে হচ্ছে মাহেলা জয়াবর্ধনের দলকে। ঢাকায় মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে প্রথম মোকাবিলায় হেরেছিল গতবার সেরা চারে খেলা খুলনা। প্রথম লড়াইয়ে সুপার ওভারে জিতেছিল চিটাগং। ফিরতি ম্যাচে খুলনার জয়ের বিকল্প নেই। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সবার শেষে তারা।

খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), আল আমিন, আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, শুভাশীষ রায়।

চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের