X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাকা ডায়নামাইটসের টানা হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২২:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৫৯

ঢাকা ডায়নামাইটসের টানা হার এবারের বিপিএলে শুরু থেকে দারুণ সাফল্যের ধারায় ছিল ঢাকা ডায়নামাইটস। তারাই কিনা টানা দুই হারের তেতো স্বাদ পেল ২৪ ঘণ্টার ব্যবধানে! ঢাকায় ফিরতি পর্বে চিটাগং ভাইকিংসের পর তাদের বিপক্ষে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার ৭ রানের এই জয়ে সমান ১০ পয়েন্টে ঢাকাকে ধরে ফেলেছে কুমিল্লা, তিন নম্বরে তারা। দুটি দলই সমান ৮টি ম্যাচ খেলেছে। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ঢাকা। তবে এক ম্যাচ কম খেলে একই পয়েন্টে দ্বিতীয় স্থানে চিটাগং।

মিরপুরে আগে ফিল্ডিং নিয়ে সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে ঢাকা ৮ উইকেটে ১৫৩ রানে থামায় কুমিল্লাকে। মাত্র ১৫৪ রানের লক্ষ্য দিয়ে দুর্দান্ত বোলিং করেন থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি। তাতে ৯ উইকেটে ১৪৬ রান করে ঢাকা।

ইনিংসের পঞ্চম বলে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন ঢাকার ওপেনার হযরতউল্লাহ জাজাই। এই ধাক্কায় টপ অর্ডার ভেঙে পড়ে। ৫০ রানে ৪ উইকেট হারায় ঢাকা। আন্দ্রে রাসেল ও সাকিব ব্যাটিংয়ে দলের হাল ধরেন। কিন্তু তাদের ৬২ রানের জুটি বিচ্ছিন্ন করে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কুমিল্লা।

২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ঝড় তোলা রাসেলকে ৪৬ রানে মেহেদী হাসানের ক্যাচ বানান থিসারা। পরের ওভারে সাকিব ২০ রানে আফ্রিদির কাছে উইকেট দেন। ১৭তম ওভারে জোড়া আঘাত হানেন থিসারা। ১২২ রানে ৮ উইকেট হারানো ঢাকার জয়ের আশা শেষ দুই ওভারেও ছিল, দরকার ছিল ২০ রান। কিন্তু থিসারার ১৯তম ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ে কাজটা কঠিন হয়ে যায়।

প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান দেওয়া লঙ্কান পেসারের তৃতীয় ওভারে মাত্র ১ রান নেয় ঢাকা। শেষ ওভারে ১৯ রান নেওয়ার চাপ সামাল দিতে পারেননি রুবেল হোসেন ও মোহাম্মদ নাইম। সাইফউদ্দিন ওই ওভারে দেন ১১ রান, একটি রানআউটও হয়।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন থিসারা। ব্যাট হাতে ১২ বলে ২৬ রান করার পর বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আফ্রিদি তার চেয়ে এক ওভার বেশি করে ২ উইকেট নেন, দেন ১৮ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী