X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

ক্যারিয়ার সেরা ১৭২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন বার্নস জো বার্নস আর ট্র্যাভিস হেডের ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৩৮৪ রান। অথচ প্রথম ঘণ্টায় তারা ২৮ রানে হারায় ৩ উইকেট!

শুক্রবার মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে বিশ্ব ফার্নান্দোর পেসে দুই ব্যাটসম্যানের বিদায়ে তোপের মুখে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন বার্নস ও হেড।

মার্কাস হ্যারিস (১১) ও উসমান খাজা (০) ফার্নান্দোর শিকার হলে মার্নাস লাবুশেগনে ক্রিজে টেকেননি বেশিক্ষণ। অভিষিক্ত চামিকা করুনারত্নের কাছে উইকেট হারান তিনি। ২৮ রানে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে উচ্ছ্বসিত ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের বাজে ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সারা দিনে চারটি ক্যাচ ফেলেছে লঙ্কানরা, দুইবার জীবন পান হেড আর একবার বার্নস। এই দুজনই শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ বের করে নেন।

হেডের প্রথম সেঞ্চুরি উদযাপন ওপেনার বার্নসের সঙ্গে হেডের ৩০৮ রানের অসাধারণ জুটিতে অস্ট্রেলিয়া নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। দুইবার জীবন পাওয়া হেড ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ১৫৫ বলে। সেটাকে তিনি দেড়শর ঘরে নিয়ে আউট হয়েছেন, তবে ডাবল সেঞ্চুরির হাতছানি বার্নসের সামনে। ২৪৩ বলে ২৬ চারে ১৭২ রানে অপরাজিত তিনি।

হেড ১৬১ রান করে ফার্নান্দোর তৃতীয় শিকার হন। তার ২০৪ বলের ইনিংসে ছিল ২১ চার ও ১ ছয়। দিন শেষ হওয়ার আগে বার্নসের সঙ্গে কুর্টিস প্যাটারসন ৪৮ রানের অপরাজিত জুটি গড়েন। প্রথম বলেই জীবন পাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান খেলছিলেন ২৫ রানে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা