X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৪

২০০তম ওয়ানডে খেলতে নামছেন মুশফিক নিউজিল্যান্ডে একই ব্যর্থতার গল্প বাংলাদেশের। এবারের সফরের শুরুটাও হয়েছে যেমন হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে স্বাগতিকরা সহজেই জিতে নেওয়ায় বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। সেই মিশনে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে মাশরাফিরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনে।

বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা সম্ভবত নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে কিংবা বাইরে নিউজিল্যান্ডকে হারানো গেলেও তাদের মাঠে গিয়ে কোনও সাফল্যই নেই টাইগারদের। কিউইদের ঘরের মাঠে খেলা সব ম্যাচ হেরেছে তারা। মন খারাপ করে দেওয়া এই পরিসংখ্যানে সাফল্যের ছোঁয়া লাগাতে পারছে না কিছুতেই। নেপিয়ারের প্রথম ওয়ানডে ৮ উইকেটে হেরে ব্যর্থতার তালিকা লম্বা করেছে আরও।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ম্যাচটিতেও নেই কোনও অনুপ্রেরণার জায়গা। এই মাঠে একবারই খেলেছে বাংলাদেশ, ২০১৬ সালে। সেবার টম ল্যাথামের সেঞ্চুরিতে ৩৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে স্বাগতিকরা জিতেছিল ৭৭ রানে। যেখানে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করা সাকিব আল হাসান নেই এবারের সিরিজে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কার্যকরী ব্যাটিং ও বোলিংয়ের অভাব স্পষ্টই বোঝা গিয়েছে প্রথম ম্যাচে।

নেপিয়ারের ওই ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে ভুগতে হয়েছে নিউজিল্যান্ডের পেস আক্রমণের বিপক্ষে। ক্রাইস্টচার্চের ম্যাচেও একই পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে সফরকারীরা। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন- এই তিন পেসার মিলে নিয়েছিলেন ৭ উইকেট। যদিও বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যান সহজ করে দিয়েছিলেন তাদের কাজ! সিরিজ বাঁচানোর লড়াইয়ে সাকিববিহীন দলের ঘুরে দাঁড়াতে বিশেষভাবে জ্বলে উঠতে হবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের জন্য ক্রাইস্টচার্চের ম্যাচটি আবার ‘বিশেষ’। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডের সামনে দাঁড়িয়ে মুশফিক। তার আগে গত ডিসেম্বরেই প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। আগের ম্যাচের ব্যর্থতার ঝেরে মাইলফলকের ম্যাচটি নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবেন মুশফিক।

জয় দিয়ে সিরিজ শুরু করা নিউজিল্যান্ডের উইনিং কম্বিনেশন ভাঙতে না চাওয়াই স্বাভাবিক। এরপরও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যেহেতু এই সিরিজকে দেখছে তারা, তাই একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার টিম সাউদি ও লেগ স্পিনার টড অ্যাস্টল।

প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা কম। ব্যাটিং লাইন-আপ ঠিক রেখেই হয়তো নামতে চাইবে স্বাগতিকরা। তবে বোলিংয়ে বদল দেখা যেতেও পারে। ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। যদিও আগের ম্যাচে প্রয়োজনের সময় ব্যাট হাতে দাঁড়িয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনকে কি আর একাদশের বাইরে রাখবে টিম ম্যানেজমেন্ট?

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের অবস্থা বরাবরই শোচনীয়। হতাশার সেই বৃত্ত ক্রাইস্টচার্চে ভাঙতে না পারলে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ