X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিনা টিকিটেও আবাহনী-মোহামেডান ম্যাচে গ্যালারি ফাঁকা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৮:৫১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫১

শেরে বাংলা স্টেডিয়ামে ১০০ জন দর্শকও ছিল না ঘরোয়া ফুটবলে বহুদিন ধরে দর্শকখরা। ঘরোয়া ক্রিকেটেও একই অবস্থা এখন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু্ই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ১০০ জন দর্শকও ছিল কিনা সন্দেহ! অথচ ম্যাচটি দেখতে টিকিটের প্রয়োজন ছিল না। গ্যালারি খুলে দেওয়া হলেও দর্শক খুঁজেই পাওয়া যায়নি!

এক সময় আবাহনী-মোহামেডান লড়াইয়ের উত্তেজনা ছিল অন্যরকম। মানুষ ভিড় করতো মাঠে, প্রিয় দলের সাফল্যে উল্লাসে মেতে উঠতো, ব্যর্থতায় ভেঙে পড়তো হতাশায়। চার-ছক্কা বা উইকেট পতনের উচ্ছ্বাস ঢেউ তুলতো গ্যালারিতে। ঝামেলা এড়াতে দুই দলের সমর্থকদের জন্য ছিল আলাদা গ্যালারি।

সে সব দিন আর নেই। এখন দেশের দুই জনপ্রিয় দলের লড়াইয়ের উত্তেজনা শুধু ক্রিকেটার আর কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ। ওদিকে গ্যালারি একেবারে খাঁ খাঁ করছে!

গ্যালারি খুলে দেওয়া হলেও দর্শক পাওয়া যায়নি এমন দর্শকখরায় ভীষণ হতাশ আবাহনীর ওপেনার জহুরুল ইসলাম অমি। ম্যাচ শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি আগেও আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছি। তখন মোটামুটি দর্শক থাকতো। কিন্তু এখন দর্শক প্রায় চোখেই পড়ে না। যত বেশি দর্শক থাকবে, আমাদেরও খেলতে তত ভালো লাগবে। শুধু আবাহনী-মোহামেডান নয়, আমি চাই সব ম্যাচেই যেন দর্শক মাঠে আসে।’

৯৬ রানের চমৎকার ইনিংস খেলে জহুরুলই আবাহনীর জয়ের নায়ক। যে ক’জন সমর্থক ছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘যারা মাঠে ছিলেন, তারা আবাহনীর হয়ে চিৎকার করেছেন। তাদের চিৎকার শুনে খুব ভালো লাগছিল।’ একটুর জন্য সেঞ্চুরি না পেলেও আবাহনীর সাফল্যে তিনি খুশি, ‘আমি সেঞ্চুরি মিস করেছি তো কী হয়েছে, আবাহনী তো জিতেছে। সেজন্য আমি খুব খুশি।’

ছবি: সংগৃহীত

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত