X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৯ ওয়ানডে খেলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার আনন্দ

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ২০:২১আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২০:২১

ভারতের বিশ্বকাপ দলে আছেন বিজয় শঙ্কর খেলেছেন মোটে ৯ ওয়ানডে। এই বছরের শুরুতেই হয়েছে তার ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের জার্সিতে সীমিত ওভার ক্রিকেটে তেমন আহামরি কোনও পারফরম্যান্সও ছিল না বিজয় শঙ্করের। কিন্তু ভারতের নির্বাচকদের মন গলিয়ে ইংল্যান্ডগামী বিশ্বকাপ দলের সদস্য হয়েছেন এই অলরাউন্ডার।

আলোচনায় থাকা আম্বাতি রাইডু ও ঋষভ পান্তের মতো ক্রিকেটাররা যেখানে জায়গা হারিয়েছেন বিশ্বকাপ দলে, সেখানে টিকে যাওয়াটা শঙ্করের জন্য ক্যারিয়ারের সেরা প্রাপ্তি হওয়ার কথা। এটা তো নির্দিষ্ট কোনও সিরিজের জন্য ভারতের স্কোয়াড নয়, দলটা বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য ক’জনেরই বা হয়!

এই জায়গায় নিজেকে চরম ভাগ্যবান ভাবতে পারেন গত ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া শঙ্কর। সোমবার বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। যে দলের একজন শঙ্কর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখন আইপিলে খেলা এই অলরাউন্ডারের কাছে দিনটি ‘বিশেষ’। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা তার কাছে অন্যরকম পাওয়া।

হায়দরাবাদের টুইটার পেজে দেওয়া ভিডিও বার্তায় খুশিতে আত্মহারা শঙ্কর। বিশ্বকাপে সুযোগ পাওয়ার অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা খুবই আনন্দের। এটা আমার প্রথম বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া, যে কোনও ক্রিকেটারের জন্য এটা বিশেষ। আমার জন্যও ব্যাপারটা বিশেষ। চমৎকার একটি ট্যুরের অপেক্ষায় আছি এখন।’

ব্যাটিংয়ের সঙ্গে তার কার্যকরী বোলিং বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছেন, চার নম্বরে ব্যাট করার সম্ভাবনা থেকেও বিবেচনা করা হয়েছে শঙ্করকে।

২০১৮ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শঙ্কর ৯ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৩ গড়ে করেছেন ১৬৫ রান। আর বোলিংয়ে পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড