X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে খেলার প্রত্যাশা আকরাম খানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৯:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৩৩

দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নিয়ে আকরাম খানের (মাঝে) সংবাদ সম্মেলন বিশ্বকাপে পাঁচবার অংশ নেওয়া বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলা। ষষ্ঠবার অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে আরেক ধাপ এগোনোর স্বপ্ন দেখছেন আকরাম খান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের আশা, ইংল্যান্ডের মাটিতে সেরা চারে জায়গা করে নিয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার বিশ্বকাপ দল ঘোষণার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আকরাম বলেছেন, ‘আশা করি, বাংলাদেশ এক থেকে চারের মধ্যে থাকতে পারবে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে আমরা অনেক ম্যাচ জিতেছি। এই দলটা কয়েক বছর ধরে নিয়মিত খেলছে, আর এটাই আমাদের প্লাস পয়েন্ট। অনেক দলের চেয়ে বাংলাদেশের অভিজ্ঞতা বেশি, যে কারণে দল নিয়ে আমাদের প্রত্যাশাও বেশি। আমি তো মনে করি এই দলের সেমিফাইনালে খেলার সামর্থ্য আছে।’

জাতীয় দলে সাবেক অধিনায়কের বিশ্বাস, এটাই বাংলাদেশের সেরা বিশ্বকাপ দল, ‘অবশ্যই এটা সেরা দল। এই দলে একজন বাদে বাকি সবার ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। দলটাকে আমি ব্যালান্সডই বলবো। সবার অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো।’

এবারের বিশ্বকাপে ফরম্যাটে পরিবর্তন এসেছে। এবার ১০টি দল লিগ পদ্ধতিতে একে অন্যের মুখোমুখি হবে, তারপর সেরা চার দল খেলবে সেমিফাইনালে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে বাংলাদেশ। আকরাম জানিয়েছেন, ‘একটানা ১৪টি ম্যাচ খেলা (আয়ারল্যান্ড সফর সহ) বেশ কঠিন। এত ম্যাচের কথা মাথায় রেখেই অভিজ্ঞদের নিয়ে দল গড়েছি আমরা। কারণ অভিজ্ঞ খেলোয়াড়রা মানসিকভাবে স্থির থাকতে পারবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?