X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের সেঞ্চুরির পর আমিরের তোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৯:০৭আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৪৪

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি উদযাপন ডেভিড ওয়ার্নার ফিরলেন স্বরূপে। ভারতের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে সমালোচনার শিকার এই ওপেনার পেলেন সেঞ্চুরির দেখা। তার সঙ্গে অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিতে গড়া ১৪৬ রান বিশাল সংগ্রহের ইঙ্গিত দিলেও হয়নি তা। ‍পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ৪৯ ওভারেই বিশ্ব চ্যাম্পিয়নরা গুটিয়ে গেছে ৩০৭ রানে।  

বুধবার টন্টনে মোহাম্মদ আমির দেখালেন তার জাদু। বিশ্বকাপের শুরু থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন তিনি, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখালেন আরও ভালো করে। এবারের বিশ্বকাপের তৃতীয় বোলার হিসেবে তিনি পূরণ করেছেন ৫ উইকেট। ১০ ওভারে ২ মেডেন সহ দিয়েছেন মাত্র ৩০ রান। যাতে ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন তিনিই। 

শুরুতে আমির ছাড়া পাকিস্তানের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। ওয়ার্নার-ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। যদিও শুরুর দৃশ্যটা শেষে পুরোপুরি উল্টে গেল। ছন্দহীন পাকিস্তানের বোলারদের দাপটেই অস্ট্রেলিয়াকে থামতে হয়েছে ৩০৭ রানে।

অথচ অস্ট্রেলিয়ার শুরুটা কী চমৎকারই না হয়েছিল। ধীরগতির শুরুর পর ফিঞ্চের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহের ভিত পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ওয়ার্নারের সঙ্গে তিনি গড়ে যান ১৪৬ রানের জুটি। ফিঞ্চ ৮৪ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮২ রান করে ফেরেন আমিরের শিকার হয়ে।

মোহাম্মদ আমিরের ৫ উইকেট প্রাপ্তির আনন্দ তিনি সেঞ্চুরি মিস করলেও ওয়ার্নার ভুল করেননি। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১১ বলে খেলে যান ১০৭ রানের ইনিংস। শাহীন আফ্রিদির বলে ১১ চার ও ১ ছক্কায় সাজানো তার ইনিংসের সমাপ্তির সঙ্গে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের আশাও শেষ হয়ে যায়। কারণ তার আগেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন স্টিভেন স্মিথ (১০) ও গ্লেন ম্যাক্সওয়েল (২০)।

শন মার্শ (২৩) ও উসমান খাজা (১৮) চেষ্টা করলেও আমিরের দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর যাওয়া হয়নি। অস্ট্রেলিয়ার শেষটাও পাকিস্তানি এই পেসার গুটিয়ে দেয় নিজের শেষ ওভারে অ্যালেক্স ক্যারি (২০) ও মিচেল স্টার্ককে (৩) আউট করে।

ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েও শাহীন আফ্রিদি ১০ ওভারে খরচ করেছেন ৭০ রান। একটি করে উইকেট পেয়েছেন হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা