X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘সমালোচনা করুন, গালি দেবেন না’

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৯, ২২:১৯আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৩৯

সরফরাজ আহমেদ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর থেকে নির্ঘুম রাত কাটাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা। বাইরে ঘুরতে গেলে ভক্ত-সমর্থকদের বিদ্রূপ আচরণের শিকার হচ্ছেন তারা। যেন রাতে খাওয়াও তাদের অপরাধ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যাওয়ার পর ভক্তদের বাড়াবাড়ি আচরণে হতাশ অধিনায়ক সরফরাজ আহমেদ।

এই হারের ব্যথা কমাতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। কিন্তু লম্বা বিরতি তাদের সেই সুযোগ দিয়েছে কোথায়? ৬ দিন পর রবিবার লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। গত কয়েকটা দিন ভক্তদের অন্যায় আচরণের প্রভাব খেলায় না পড়লেই হয়!

বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে নামার আগে সরফরাজ ভক্তদের প্রতিক্রিয়ায় লাগাম টেনে ধরতে অনুরোধ করলেন, ‘সামাজিক মিডিয়া ও সংবাদমাধ্যম আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা অনেক বড় একটা জায়গা, যেখানে আপনি তাদের থামাতে পারবেন না। দল আগেও হেরেছে কিন্তু এখন সামাজিক মিডিয়াকে থামানো যাচ্ছে না। যে যা চিন্তা করছে এখানে লিখছে। এটা আমাদের অনেক কষ্ট দিচ্ছে। খেলোয়াড়দের ওপর মানসিক প্রভাব পড়ছে।’

পাকিস্তান অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের খেলা নিয়ে সমালোচনা করুন, সেটা কোনও ব্যাপার নয়। কিন্তু আমাদের গালি দেবেন না। তাদের পরিবারও ভোগে। কেউ যদি আঘাত করে, তবে তাকে পাল্টা আঘাত করা ভালো নয়। আমাদের ভক্তরা আবেগী এবং আমরা জিতলে তারাই আমাদের উঁচুতে তুলবে। কিন্তু হারের পর তারা যতটা দুঃখ পায়, আমরাও একই রকম কষ্ট পাই। আমাদের কষ্টটা বেশি, কারণ আমরা পাকিস্তানের জন্য খেলি।’

এর আগে ভক্তদের বিদ্রূপাত্মক আচরণের পর পেসার ওয়াহাব রিয়াজ সমালোচনার সময় পরিবারকে টেনে না আনায় ক্ষোভ প্রকাশ করেন, ‘সমালোচনার মধ্যে পরিবারকে না টানার অনুরোধ এই পেসারের, ‘মনোবল খুব ভেঙে যায়, যখন তারা মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ করে। আমাদের নিয়ে, আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করো, আমরা মেনে নেবো। কারণ আমরা নিজেরাও আরও ভালো পারফর্ম করতে চাই। আমার মনে হয় মানুষজন আমাদের পরিবার থেকে দূরে থেকে খেলার ওপর নজর রাখুক, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা