X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভারতীয়দের সাকিব বন্দনা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৭:৩৯আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:০৫

ভারতীয়দের সাকিব বন্দনা থামছেন না সাকিব আল হাসান। থামাতে পারছেন না তাকে প্রতিপক্ষরা। কী ব্যাট, কী বল— ২২ গজে আপনমনে রাঙিয়ে চলেছেন তিনি। ক্যারিয়ারে বসন্ত চলা এই অলরাউন্ডারের দ্যুতি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বের অলিগলিতে। তার প্রশংসায় মেতেছেন বিশ্বের সব ক্রিকেটপ্রেমী, আর সেটা এমনকি সামনের ম্যাচের প্রতিপক্ষ ভারতের ক্রিকেটভক্তরাও।

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই অন্যরকম উত্তেজনা ছড়ায়। সেই তাদের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়ে মজেছেন ভারতীয়রা। আসলে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স যে কোনও ক্রীড়ানুরাগীর মন জয় করে নিতে বাধ্য।

ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়েছেন তিনি পেয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের কোটি ভক্তের সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও মেতেছেন সাকিব বন্দনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঝরছে সাকিবকে নিয়ে প্রশংসার বৃষ্টি।

ভারতীয়দের সাকিব বন্দনা ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কাছে বিশ্বকাপের ‘রাজা’ এখন বাংলাদেশের সাকিব। তার টুইটটা এমন, ‘২০১৯ বিশ্বকাপ দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। অনন্য কীর্তি।’

ভারতীয়দের সাকিব বন্দনা ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আয়াজ মেননের কাছে সাকিব হলেন ‘হিরো নাম্বার ওয়ান’। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬২ রানের জয়ের ম্যাচটি তিনি দেখেছেন। সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ এই বিশ্লেষক মোহাম্মদ নবীর আউটটি নিয়ে কথা বলেছেন। চমৎকার ডেলিভারিতে নবীর স্টাম্প ভাঙার দৃশ্যটি দেখার পরপরই আয়াজের টুইট, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত হিরো নাম্বার ওয়ান সাকিব আল হাসান। কী চমৎকারভাবে ছেঁটে ফেললেন মোহাম্মদ নবীকে, যাতে আফগানিস্তান খেলো বড় ধাক্কা।’

ভারতীয়দের সাকিব বন্দনা আফগান ম্যাচে হাফসেঞ্চুরি করে আবারও বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সাকিব (৪৭৬)। বোলিংয়ে নিজের উইকেট সংখ্যা নিয়ে গেছেন ১০-এ। যাতে নতুন এক রেকর্ডও গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সেই রেকর্ড তুলে ধরে গৌরব সুন্দর নামের এক ভারতীয়র টুইট, ‘সাকিব আল হাসান- কী ‍চমৎকার খেলোয়াড়। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ প্লাস রান ও ১০ উইকেট নিয়েছেন। আর এই সবকিছু করেছেন মাত্র ৬ ম্যাচে। কিংবদন্তি পারফরম্যান্স...।’

ভারতীয়দের সাকিব বন্দনা শিতিজ রাজাও মুগ্ধ বাংলাদেশি তারকার পারফরম্যান্সে, ‘তিনি যেমন ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন, তেমনি বল হাতে। তিনি সত্যিকারের রত্ন। সাকিব আল হাসানকে প্রণাম।’

ভারতীয়দের সাকিব বন্দনা বিকাশ নামের একজন তো কয়েক কাঠি এগিয়ে। তার মতে, এখনই টুর্নামেন্টসেরার পুরস্কার পাওয়া উচিত সাকিবের। তার টুইট, ‘এখনই এবং এই মুহূর্তে সাকিব আল হাসানকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দেওয়া হোক। কী খেলোয়াড়!!!’

ভারতীয়দের সাকিব বন্দনা সাকিবের প্রশংসার তালিকায় মেয়ে ভক্তও আছেন। শ্বেতা হরিণী নামের একজন লিখেছেন, ‘দুর্দান্তভাবে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। প্রথমে ব্যাট হাতে, আর এখন বোলিংয়ে। তাকে এবারের বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বললে এতটুকুও বাড়িয়ে বলা হবে না।’

ভারতীয়দের সাকিব বন্দনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ছেলে ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ধ্রুব জয়শঙ্কর সাকিবের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এভাবে, ‘তর্কহীনভাবে বলা যায়, এবারের বিশ্বকাপে সাকিবের মতো নির্ভরশীল খেলোয়াড় অন্য কোনও দলে নেই। তার কাছাকাছি কি কেউ আসতে পারবে?’

ভারতীয়দের সাকিব বন্দনা শুধু টুইট করে নয়, ফটোশপেও সাকিবকে উপস্থাপন করা হয়েছে অন্যভাবে। বরুণ কুমার সিং যেমন ‘লেট মি হ্যান্ডল ইট’ লেখা সাকিবের ছবি পোস্ট করে ক্যাপশন করেছেন, ‘যখনই বাংলাদেশ দল কঠিন পরিস্থিতিতে পড়ে, সাকিব আল হাসান আবির্ভূত হন এভাবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা