X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এই প্রশ্নের উত্তর দিতে হবে ভাবেননি উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৯, ২১:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২২:০১

এত কাছে, তবু ট্রফি ছুঁয়ে দেখা হলো না কেন উইলিয়ামসনের

বুকের ভেতরে দলা পাকানো যন্ত্রণা পুড়িয়ে মারছিলো কেন উইলিয়ামসনকে। কিন্তু বাইরে থেকে তা বোঝার উপায় নেই। সংবাদ সম্মেলনে আসা কিউই অধিনায়ককে দেখে কে বলবেন, একটু আগেই বিশ্বকাপ ইতিহাসের সেরা ম্যাচে ভাগ্যদেবতার নিষ্ঠুর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এসেছেন তিনি। উল্টো হাস্যোজ্জ্বল মুখে প্রত্যেকটি প্রশ্নের বিশদ ব্যাখ্যা দিয়ে গেলেন সাংবাদিকদের কাছে।

যেখানে কোনও অভিযোগ নেই, নেই কোনও ক্ষোভ। না পাওয়ার যন্ত্রণা থাকলেও কোনও কিছুর দিকে আঙুল তোলেননি নিউজিল্যান্ড অধিনায়ক। অথচ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় নিয়ে কত সমালোচনাই না হচ্ছে। বিশেষ করে, মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হওয়ার পর বাউন্ডারির হিসাবে চ্যাম্পিয়ন নির্ধারণ নিয়ে ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটার— প্রশ্ন তুলেছেন সবাই। সেখানে উইলিয়ামসনের কোনও অভিযোগ নেই!

বাউন্ডারির হিসাবে জয়ী নির্ধারণ হবে, এই ধরনের কিছুর জন্য মোটেও তৈরি ছিলেন না কিউই অধিনায়ক। তাই সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই তার সাবলীল উত্তর, ‘আমার মনে হয় আপনারাও কেউ ভাবেননি এই প্রশ্নটা করতে হতে পারে। আমি নিজেও কখনও ভাবেনি এই প্রশ্নের উত্তর দিতে হবে (হাসি)।’ সঙ্গে যোগ করলেন, ‘আবেগী পরিস্থিতি তো অবশ্যই তৈরি হবে। এটা মেনে নেওয়া খুব কঠিন, যেখানে দুটো দল কঠোর পরিশ্রম করেছে মুহূর্তটা নিজেদের করে নেওয়ার জন্য।’

আইসিসির নিয়মের দিকে অনেকেই আঙুল তুলেছেন। সাবেক ক্রিকেটাররাও মানতে পারছেন না চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়মকে। কিন্তু উইলিয়ামসনের কোনও অভিযোগ নেই। কেন? শুনুন তার মুখেই, ‘যেটা হওয়ার কথা, সেটাই হয়েছে। তাছাড়া নিয়মটা তো শুরু থেকেই ছিল। কেউই ভাবেননি এই নিয়মকে ব্যবহার করে ফল নিষ্পত্তি করতে হবে। ক্রিকেটের অসাধারণ একটি ম্যাচ হয়েছে, আর আপনারা সবাই সম্ভবত তা উপভোগ করেছেন।’

মার্টিন গাপটিলের থ্রো থেকে ‘অতিরিক্ত’ ৪ রান না এলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। এর পর আছে ট্রেন্ট বোল্টের ক্যাচ নিয়েও সীমানার ওপর পা ফেলে ৬ রান দেওয়ার ঘটনা। এ নিয়ে কষ্টটা নিশ্চয় আরও বেশি? উইলিয়ামসন অবশ্য বিষয়টিকে দেখছেন অন্যভাবে, ‘হাসি কিংবা কান্না, সবই নিজের ওপর, তাই নয় কি? কোনও রাগ নেই। হতাশা আছে অনেক। ছেলেরা সবাই হতাশ। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও সফল না হওয়ায় তারা আরও বেশি ভেঙে পড়েছে।’

আর উইলিয়ামসন নিজে? গোটা টুর্নামেন্টে অসাধারণ নেতৃত্ব দেওয়া কিউই ব্যাটসম্যান সংবাদ সম্মেলনেও রেখে গেলেন তার ছাপ। বুকের ভেতর জমাট বাঁধা যন্ত্রণা ভাঙচুর করলেও বাইরে থেকে তা বোঝা গেল না এতটুকু!

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা