X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আমরা কেউই দায়িত্ব নিতে পারিনি: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ২২:৫১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২২:৫১

তামিম ইকবাল হোয়াইটওয়াশ হয়ে শেষ হলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কলম্বোর শেষ ম্যাচটি হয়েছে আরও হতাশার। ১২২ রানের বিশাল ব্যবধানে হেরে ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে বাংলাদেশ। আর এজন্য নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারার ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার ব্যাট হাতে চরম হতাশার একটি দিন পার করেছে বাংলাদেশ। সৌম্য সরকারের হাফসেঞ্চুরি ও শেষ দিকে তাইজুল ইসলামের ঝড়ো ব্যাটিং ছাড়া বলার মতো কোনও উপলক্ষ আনতে পারেননি তামিম থেকে শুরু করে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহরা। অথচ মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে ছাড়া দল নিয়ে এসে নিজেদের প্রমাণের দারুণ একটি মঞ্চ পেয়েছিলেন তারা। কিন্তু দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়া ৫০ ওভারের সিরিজে আরেকটি হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো বাংলাদেশকে।

ম্যাচ শেষে পুরস্কার বিররণী মঞ্চে খেলোয়াড়দের দায়িত্ব নিতে না পারার ব্যর্থতার কথাই তুলে ধরলেন তামিম। মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে টানা তিন ম্যাচ হারের ‍পর এই ওপেনারের হতাশা, ‘প্রথম দিন থেকে আমি বলে এসেছি দায়িত্ববোধ হলো মূলমন্ত্র। আমি ১২ বছর ধরে খেলছি (জাতীয় দলে), অন্যরাও লম্বা সময় ধরে খেলছে। সবচেয়ে হতাশাজনক হলো, আমরা কেউই দায়িত্ব নিতে পারিনি, যখন কিনা দলের আমাদের প্রয়োজন ছিল। এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং ফিরে আসতে হবে শক্তিশালী হয়ে।’

অন্যের কথা কী বলবেন তামিম, তিনি নিজেই তো ব্যর্থতার বৃত্তে বন্দী! শ্রীলঙ্কা সফরে তার তিনটি ইনিংস যথাক্রমে— ০, ১৯, ২। নিজের পারফরম্যান্স নিয়ে তামিমের বক্তব্য, ‘সেই বিশ্বকাপ থেকে আমি নিজেকে শুধু নিচের দিকেই নিয়ে যাচ্ছি। ব্যাপারটা এমন নয় যে, আমি চেষ্টা করছি না। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি, হয়তো সেটা যথেষ্ট হচ্ছে না।’

তাহলে করণীয়? তামিম বললেন, ‘পেছনে ফিরে গিয়ে ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো নিয়ে কাজ করে শক্তভাবে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি।’

এই ব্যর্থ সফরেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তামিম, ‘সবচেয়ে ইতিবাচক দিক ছিল তাইজুল ইসলাম। ‍গত দুই ম্যাচে ও যেভাবে বল করেছে, সেটা আমাদের ভীষণ দরকার ছিল।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ