X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ০০:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:৪২

জোড়া আঘাতের পর সাইনির উল্লাস আমেরিকায় প্রথম টি-টোয়েন্টিতে ভুগলো ব্যাটসম্যানরা। বোলারদের দাপটের ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে কুড়ি ওভারের সিরিজ শুরু করেছে ভারত। শনিবার লডারহিলে ১৬ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নবদীপ সাইনির ডানহাতি পেসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯৫ রান করে ৯ উইকেটে। জবাবে ক্যারিবিয়ান বোলিং তোপে পড়েছিল ভারতও। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ১৭.২ ওভারে ৬ উইকেটে ৯৮ রান করে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতা না খুলে বিদায় নেন দুই উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ও এভিন লুইস। এই ধাক্কা বেশ জোরেশোরে লেগেছিল ক্যারিবিয়ান ব্যাটিং লাইনে। পঞ্চম ওভারে সাইনির জোড়া আঘাতে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৩ রান।

কার্লোস ব্র্যাথওয়েটের সঙ্গে কিয়েরন পোলার্ডের ৩৪ রানের ইনিংস সেরা জুটি কেবল প্রতিরোধ গড়েছিল। মাত্র ৯ রান করে ব্র্যাথওয়েট আউট হলে এই জুটি ভাঙে। পোলার্ড ইনিংস সেরা ৪৯ রান করে তিন বল বাকি থাকতে আউট হন। এছাড়া নিকোলাস পুরানই (২০) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন।

সাইনি ৪ ওভারে ১ মেডেন সহ ১৭ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাচ শেষে তার হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার। ভারতের পক্ষে দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

অল্প পুঁজিতেও দারুণ লড়াই করেছে উইন্ডিজ। দ্বিতীয় ওভারে শিখর ধাওয়ান (১) আউটের পর সুনীল নারিনের জোড়া আঘাতে রোহিত শর্মা (২৪) ও ঋষভ পান্তের (০) বিদায়ে বিপদে পড়েছিল ভারত। ৩২ রানে ৩ উইকেট হারানো দলটি ঘুরে দাঁড়ায় মানীষ পান্ডে ও বিরাট কোহলির ৩২ রানের জুটিতে। কিন্তু দলীয় ৫ রানের ব্যবধানে দুজন ফিরে যান সাজঘরে। দুজনই সমান ১৯ রান করে করেন। দলীয় ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ১০ রানের অপরাজিত জুটিতে জিতে যায় ভারত। জাদেজা ১০ ও ওয়াশিংটন ৮ রানে অপরাজিত ছিলেন।

শেলডন কোট্রেল, কিমো পল ও নারিন দুটি করে উইকেট নেন উইন্ডিজের পক্ষে। দুই দল তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি খেলবে রবিবার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ