X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ডোমিঙ্গোর প্রেজেন্টেশনে সন্তুষ্ট বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ২০:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২০:৩৩

রাসেল ডোমিঙ্গোর প্রেজেন্টেশন সন্তুষ্ট করেছে বিসিবি কর্মকর্তাদের বিশ্বকাপের পর চাকরি হারানো স্টিভ রোডসের উত্তরসূরি খুঁজতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামনেই আফগানিস্তান সিরিজ। তার আগেই জাতীয় দলের জন্য কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। বুধবার প্রথম ব্যক্তি হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচের প্রেজেন্টেশন সন্তুষ্টও করেছে দেশের ক্রিকেট কর্মকর্তাদের।

বুধবার বেলা তিনটায় বেক্সিমকো কার্যালয়ে যান ডোমিঙ্গো। সে সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের সব পরিচালক ছিলেন সেখানে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডোমিঙ্গোর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে কর্মকর্তাদের। সাংবাদিকরা অবশ্য দক্ষিণ আফ্রিকান অতিথির দেখা পাননি। সাক্ষাৎকার শেষে চুপিসারে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন ডোমিঙ্গো।

পরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তিনি (ডোমিঙ্গো) বাংলাদেশের ক্রিকেট নিয়ে কী ভাবছেন সেটাই পরিবেশন করেছেন। কীভাবে কাজ করবেন সে বিষয়ে তার সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। আমরা তার প্রেজেন্টেশনে সন্তুষ্ট। তিনি খুবই পেশাদার আর কোয়ালিফাইড কোচ, দক্ষিণ আফ্রিকার জাতীয় দল নিয়ে দীর্ঘ দিন কাজ করছেন।’

২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্বে থাকা ডোমিঙ্গো ছাড়াও দুজন কোচ আছেন বিসিবির তালিকায়। এ ব্যাপারে জালাল ইউনুসের বক্তব্য, ‘আমাদের হাতে তিন জনের নাম আছে। আজকে রাসেল ডোমিঙ্গো ইন্টারভিউ দিয়েছেন। বাকি দুজনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। তারা হয়তো তিন/চার দিনের মধ্যে আসবেন। তবে তাদের নাম এখনই বলতে চাই না।’

এ মাসের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে আশাবাদী বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন, ‘আশা করি ১০/১২ দিনের মধ্যে প্রধান কোচ নিয়োগ হয়ে যাবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা