X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এবার কোচিংয়ে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১৮:১৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:০৬

ব্রেন্ডন ম্যাককালাম কয়েকদিন ‍আগেই পেশাদারি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। অবসরের ঘোষণায় জানিয়েছিলেন ‘নতুন অধ্যায়’ শুরুর কথা। মিডিয়া ও কোচিংয়ে কাজ করার ইঙ্গিতও ছিল তাতে। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক কোচিংয়েই নাম লেখাতে যাচ্ছেন। ক্রিকইনফোর খবর, ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ ও কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাককালাম।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুটো ফ্র্যাঞ্চাইজির মালিক একই। তাই সামনের মৌসুমে দুই জায়গাতেই কোচের ভূমিকায় কাজ করতে যাচ্ছেন তিনি। ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিপিএল। এবারের মৌসুমে প্রতিযোগিতাটির দল ত্রিনবাগোর প্রধান কোচ হিসেবে দেখা যাবে ম্যাককালামকে।

৩৭ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যানের ইউরো টি-টোয়েন্টি স্লামে খেলার কথা ছিল। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় গ্লাসগো জায়ান্টসের আইকন খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু তার আগেই হঠাৎই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ক্রিকইনফোর খবর, ‍নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সামনের সিপিএলে তাকে কোচ হিসেবে চাইছে, আর সে কারণেই খেলোয়াড় ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন সাবেক কিউই অধিনায়ক।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ম্যাককালাম। তবে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এই সময়ে আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারস ও সিপিএলে খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। দিনকয়েক আগে ক্রিকেটের এই জায়গা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাককালাম। ক্রিকইনফো

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস