X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঈদ উপহার দিতে পারবেন তরুণ ক্রিকেটাররা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ১১:০৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৩:৫৫

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা প্রায় বছরখানেক একসঙ্গে খেলছেন সাকিব-তানজিদ-শামীম-হৃদয়রা। তাই এই তরুণ ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াও দারুণ। ইংল্যান্ডে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে তাদের দুর্দান্ত পারফরম্যান্স ফাইনালে নিয়ে গেছে বাংলাদেশকে। রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।  

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল খুঁজে নিতে হবে নির্বাচকদের। অবশ্য এই দলের ওপর আস্থা রাখতেই পারেন তারা। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে লিগ পর্বের ৮ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও লাল-সবুজ পতাকার ধারক-বাহকদের।

দলের অন্যতম স্ট্রাইক বোলার তানজিম হাসান সাকিব। বেশিরভাগ ম্যাচেই ইনিংসের শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফলতম বোলার বর্তমান দল নিয়ে আশাবাদী, ‘প্রায় এক বছর ধরে খেলছি বলে আমাদের মধ্যে দারুণ একতা। প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করে। আমাদের দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছেন। তাদের সঙ্গে আমরা জুনিয়ররা মিলে ভালো একটা দল গড়ে তোলার চেষ্টা করছি। আশা করি, বিশ্বকাপের আগে আমরা একটা ভালো দল হয়ে উঠতে পারবো।’

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মানুষকে ঈদ উপহার দিতে চান এই ডানহাতি পেসার, ‘ত্রিদেশীয় সিরিজটা ভালো কাটছে আমাদের। টুর্নামেন্টে দল হিসেবে আমরা পারফর্ম করছি। বিদেশের মাটিতে এর আগে এতটা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি আমরা। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে ফাইনাল খেলবো। ট্রফি জিতে দেশে ফিরতে পারলে অন্যরকম হবে। সবাইকে ঈদের আগেই ঈদের আনন্দ দিতে পারবো। ফাইনালে ফেভারিট হিসেবেই আমরা মাঠে নামবো।’

টিম স্পিরিটকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন ১৬ বছর বয়সী সাকিব, ‘এই টুর্নামেন্টে আমাদের ব্যাটিং আর বোলিং পারফরম্যান্স ভালো। তাছাড়া দলের প্রত্যেকে দক্ষ ফিল্ডার। আসলে আমাদের দলে পারফর্মারের অভাব নেই।’

যুব দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলা এই পেসার আরও বললেন, ‘দলের স্ট্রাইক বোলার হিসেবে আমার বেশ কিছু দায়িত্ব আছে। সে সব দায়িত্ব পালনের চেষ্টা করি। স্ট্রাইক বোলার হিসেবে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন নিয়েই আমি এগিয়ে চলেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ের ছাত্র-জনতা ‘মব’ নয়: উপদেষ্টা মাহফুজ আলম
জুলাইয়ের ছাত্র-জনতা ‘মব’ নয়: উপদেষ্টা মাহফুজ আলম
শ্রীলঙ্কায় সাকলাইন ১১তম
শ্রীলঙ্কায় সাকলাইন ১১তম
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন