X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টেন্ডুলকারের ২০০ টেস্টের রেকর্ড ভাঙবে না: শেবাগ

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ২২:১২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:১২

খেলোয়াড়ি জীবনে টেন্ডুলকার ও শেবাগ শচীন টেন্ডুলকারের ওয়ানডে রান ও সেঞ্চুরি কখনও ভাঙবে, একটা সময় সেটা কল্পনা করাও ছিল কঠিন। কিন্তু ‘রান মেশিন’ বিরাট কোহলি যেভাবে ছুটছেন, তাতে হুমকির মুখে তার রেকর্ড। শিগগিরই হয়তো ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি চলে যাবে কোহলির দখলে। টেন্ডুলকারের অন্য রেকর্ডের অবস্থা যাই হোক, বীরেন্দর শেবাগের বিশ্বাস ‘লিটল মাস্টার’-এর ২০০ টেস্ট খেলার রেকর্ড কেউ ভাঙতে পারবেন না।

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড টেন্ডুলকারের দখলে। তার ২০০ টেস্টের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ খেলেছেন ১৬৮ ম্যাচ। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে জেমস অ্যান্ডারসন খেলেছেন সর্বোচ্চ ১৪৯ ম্যাচ। অর্থাৎ ম্যাচ সংখ্যায় টেন্ডুলকারের ধারে কাছেও নেই কেউ। এই কারণে শেবাগের মনে করছেন এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক অনুষ্ঠানে সাবেক এই ওপেনার বলেছেন, ‘শচীন টেন্ডুলকারের একটা রেকর্ড কেউ কখনও ভাঙতে পারবে না, আর সেটা হলো ২০০ টেস্ট খেলার রেকর্ড। আমার মনে হয় না কেউ তার ২০০ টেস্ট খেলার রেকর্ড ভাঙতে পারবে। আমার মনে হয় না কারও পক্ষে ২০০ টেস্টের বেশি খেলা সম্ভব।’

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা শেবাগ কথা বলেছেন ধোনি পরবর্তী ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিয়েও। তার মতে, ধোনির বদলি হিসেবে ঋষভ পান্তই সেরা। ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক তারকার বক্তব্য, ‘আমার মতে পান্ত সেরা বিকল্প। সে টেস্টে নিজেকে প্রমাণ করেছে, এখন হয়তো ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সামর্থ্য দেখাবে। ধোনির বদলি হিসেবে পান্তই আমার কাছে সবচেয়ে উপযুক্ত।’

পান্তকে লম্বা সময়ের জন্য ভারতীয় দলে দেখছেন শেবাগ, ‘পান্তের কিছুটা সময় লাগবে। যদি সে তার শট নির্বাচন ঠিক করতে পারে, তাহলে লম্বা সময় ধরে ভারতীয় দলকে সেবা দিয়ে যাবে।’ হিন্দুস্তান টাইমস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে