X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অনুশীলন শুরু ক্রিকেটারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

অনুশীলনে বল করতে যাচ্ছেন অফস্পিনার নাঈম হাসান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। আর সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কেটেছে ক্রিকেটারদের।

আফগানদের বিভ্রান্ত করার জন্যই হয়তো তিন ধরনের উইকেট তৈরি করা হয়েছে স্টেডিয়ামে। স্পিন সব সময়ই বাংলাদেশের পছন্দের আক্রমণ। তাই বন্দরনগরীতে প্রথম দিনের অনুশীলনে তিন স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান একটু বেশিই সক্রিয় ছিলেন।

অনুশীলন শেষে তরুণ অফস্পিনার নাঈম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ঘরের মাঠে চেনা কন্ডিশনে খেলবো বলে আমাদের এগিয়ে রাখতে হবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। কয়েক বছর ধরে ঘরের মাঠে দারুণ সাফল্য আমাদের। আশা করি, চট্টগ্রাম টেস্টে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

তিনি চট্টগ্রামের ছেলে, আর গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামেই অভিষেক টেস্টে ৫ উইকেট শিকার করে সাড়া ফেলেও দিয়েছিলেন। আবার ঘরের মাঠে টেস্ট খেলার সম্ভাবনায় নাঈম তাই একটু বেশিই রোমাঞ্চিত, ‘আমি চট্টগ্রামের ছেলে, তাই এখানে খেলতে খুব ভালো লাগে। নিজের মাঠে খেলার অনুভূতিই অন্যরকম। উইকেট পেলে আর রান করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অবশ্য প্রতিটা দিনই নতুন করে শুরু করতে হয়।’

নেটে সাকিব আর মুশফিকুর রহিমের বিপক্ষে বল করে নাঈমের উপলব্ধি, ‘সাকিব আর মুশফিক ভাইয়ের বিপক্ষে বল করা ভীষণ চ্যালেঞ্জিং। কারণ উনারা দুজনই স্পিন খুব ভালো খেলেন। অবশ্য দুজনের মুখোমুখি হলে অনুশীলনটাও খুব ভালো হয়।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ