X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাকিবকে পেছনে ফেললেন জাদেজা

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:০১

সাকিবকে পেছনে ফেললেন জাদেজা টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন তিনি আগেই। এবার দ্বিতীয় স্থানও হারালেন সাকিব আল হাসান। বাংলাদেশি তারকাকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।

সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্টের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। বিশাখাপত্তনম টেস্টে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা। সমান্তরালে অবনমনে তৃতীয় স্থানে সাকিব।

জাদেজার সঙ্গে সাকিবের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ভারতীয় অলরাউন্ডারের ৩৯৮ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের টেস্ট অধিনায়কের ‍পয়েন্ট ৩৯৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৩০ রান করার পর জাদেজা বোলিংয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও উজ্জ্বলতা ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটিং অর্ডারে প্রমোশন ‍পেয়ে ঝড়ো ৪০ রানের ইনিংস খেলে বল হাতে ৮৭ রান খরচায় পান ৪ উইকেট।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ওপেনিংয়ের অভিষেকে দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান। ১৭৬ ও ১২৭ রানের ইনিংস খেলা রোহিত ৩৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে।

উন্নতি হয়েছে তার ওপেনিং সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালেরও। বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া এই ভারতীয় ৩৮ ধাপ এগিয়ে রয়েছেন ক্যারিয়ারসেরা ২৫তম স্থানে। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য পয়েন্ট হারিয়েছেন, ২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবার ৯০০ পয়েন্টের নিচে চলে গিয়েছেন তিনি। ৮৯৯ পয়েন্ট থাকা কোহলি ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের চেয়ে পিছিয়ে এখন ৩৮ পয়েন্টে।

সেরা দশে ফিরেছেন কুইন্টন ডি কক। চার ধাপ এগিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক সপ্তম স্থানে। ‍দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগার পাঁচ ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে।

বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া এই স্পিনার চার ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে। সেরা দশের বাকি জায়গাগুলো আছে আগের মতোই। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি