X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সুপার ওভারে বাউন্ডারির হিসাব থাকছে না

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ২২:১১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২৩:৩১

সুপার ওভারে বাউন্ডারির হিসাব থাকছে না ইশ, বিশ্বকাপ ফাইনালে যদি নিয়মটা থাকতো! নতুন নিয়ম শুনে পুরোনো ব্যথা আবার আঘাত করতে পারে নিউজিল্যান্ড ক্রিকেটারদের মনে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে বেশি বাউন্ডারি মারার কারণে তাদের হারিয়ে বিশ্ব জয়ের উল্লাসে মেতেছিল ইংল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন নিময়টা পাল্টে ফেলছে।

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হলে বাউন্ডারির হিসাব আর দেখা হবে না। আবার হবে সুপার ওভার। যতক্ষণ পর্যন্ত সুপার ওভারের জয়ী নির্ধারণ না হবে, ততক্ষণ পর্যন্ত চলবে খেলা।

২০১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথম দেখা গেছে সুপার ওভার। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ফাইনাল ৫০ ওভার শেষে টাই থাকায় সুপার ওভারে যায় খেলা। ‍এক ওভারের সেই লড়াই শেষেও দুই দলের রান সমান। নিয়ম অনুযায়ী ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবিধা নিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে ইংল্যান্ড। তবে এখন থেকে ‘বাউন্ডারি কাউন্ট’-এর এই নিয়ম আর থাকছে না।

সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় সুপার ওভারের ফল নির্ধারণ নতুন করে সাজানো হয়েছে। এখন থেকে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সুপার ওভারে বেশি রান করা দল হবে বিজয়ী, যতক্ষণ পর্যন্ত এক দলের জয় নিশ্চিত না হবে, ততক্ষণ চলবে ১ ওভারের লড়াই।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাধারণ নিয়মেই বেশি রান করা দল জিতবে সুপার ওভার। ক্রিকেট কমিটি ও চিফ এক্সিকিউটিভস কমিটি সম্মত হয়েছে, এক দলের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সুপার ওভার। বাউন্ডারির হিসাব আর থাকছে না।’

সুপার ওভার এখন কুড়ি ওভার ও ৫০ ওভারের সব ম্যাচের জন্যই প্রযোজ্য। আগে শুধুমাত্র নকআউট পর্বে ফল নির্ধারণের জন্য হতো ১ ওভারের লড়াই। অবশ্য গ্রুপ পর্বে যদি সুপার ওভার টাই হয়, তাহলেই কেবল ম্যাচের ফল ‘টাই’ হবে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক