X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনের ক্যারিয়ার বাঁচানোর লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৪

অস্ত্রোপচার করতে হতে পারে সাইফউদ্দিনের ছুরি-কাচির নিচে যেতে হবে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকে। যে কোনও ইনজুরির পর ছন্দে ফিরতে সময় লাগে, সেখানে অস্ত্রোপচার করা লাগলে আরও কঠিন হয়ে পড়ে ফেরা। এই অলরাউন্ডারের সামনে তাই কঠিন পরীক্ষা। সাইফউদ্দিন অবশ্য ক্যারিয়ার বাঁচাতে যে কোনও কিছু করতে প্রস্তুত, আর এক্ষেত্রে তার অনুপ্রেরণা মাশরাফি।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ থেকে পিঠের সমস্যায় ভুগছেন সাইফউদ্দিন। ওই চোট নিয়েই ঘরের মাঠের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর ঝুঁকি নিতে চাইছে না। তার বর্তমান অবস্থা জানতে ইতিমধ্যে এক্স-রে ও এমআরআই রিপোর্ট ইংল্যান্ডে পাঠানো হয়েছে। আরও কিছু রিপোর্ট কয়েকদিনের মধ্যে পাঠানো হবে। আর এই রিপোর্টের ফলের ওপর নির্ভর করছে সাইফউদ্দিনের অস্ত্রোপচার।

ক্যারিয়ারে বহুবার চোটে পড়েছেন মাশরাফি। চোট অবশ্য তাকে দমিয়ে রাখতে পারেনি। বারবার ফিরে এসেছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ওয়ানডে অধিনায়কে সামনে রেখেই ইনজুরি আক্রান্ত ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে নেন। সাইফউদ্দিনও ব্যতিক্রম নন।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্যারিয়ার বাঁচানোর জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত আছি। মাশরাফি ভাইয়ের কথা বলেন, অনেক সার্জারি নিয়ে খেলেছেন। আমার যদি অস্ত্রোপচার করতেও হয়, আমি কী একটা সার্জারি নিয়ে খেলতে পারব না? ক্রিকেট আমার পেশা। এটার জন্য আমি সবকিছু করতে রাজি।’

তবে ছুরি-কাচির নিচে যেতে হবে কিনা, সাইফউদ্দিন এখনও জানেন না, ‘আজ স্যারের (বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী) সঙ্গে কথা বললাম। জানালেন, আমার বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন সেখানে (ইংল্যান্ডে)। আমার কয়েকটা রিপোর্ট ইতিমধ্যে পাঠিয়েছেন, কাল (বৃহস্পতিবার) মনে হয় আরেকটা পাঠাবে। এরপর আসলে বোঝা যাবে আমার চিকিৎসার প্রক্রিয়া কী হবে। এই মুহূর্তে এখনও ওই রকম কোনও সিদ্ধান্ত নেয়নি। অপেক্ষায় আছি।’

অনেক সময় চোটের কারণে বোলিং অ্যাকশন পাল্টাতে হয় বোলারদের। অস্ত্রোপচার করা হলে সম্ভাবনা আরও বেড়ে যায়। যদি বোলিং অ্যাকশন বদলাতে হয়, তাহলে? সাইফউদ্দিনের উত্তর, ‘অ্যাকশন বদল নিয়ে আমার কোচ এখনও কিছু বলেননি। ইনজুরি হলে যে (অ্যাকশন) বদলাতে হবে, এটা তো বলা ঠিক না। অবশ্য যদি পরিবর্তন করতেই হয়, তবে এটা আমার জীবনের বড় টার্নিং পয়েন্ট হবে। আসলে কী করব, এটা বলা মুশকিল। তবে যেটা আমার জন্য ভালো হবে, আমি সেটাই করব।’

সতীর্থরা জাতীয় লিগ নিয়ে ব্যস্ত থাকলেও সাইফউদ্দিন আছেন মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। একজন ক্রিকেটারের মাঠের বাইরে থাকা কতটা কষ্টের, বোঝেন সাইফ। নিজের অবস্থার বর্ণনা দিলেন তিনি এভাবে, ‘আমি খেলছি না, কিন্তু আমার চিন্তা-ভাবনা সবকিছু বোলিংকে ঘিরে। কিভাবে বোলিংটা করব। আমি খেলছি না, কিন্তু আমার মন, নজর, সবকিছু বোলিংকে ঘিরে। বসে থাকলেও বল একটা হাতে নিয়ে চেষ্টা করি নতুন কিছু করার। কারণ এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে নতুন কিছুর বিকল্প নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা