X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে ৩৯৩ ক্রিকেটারের তালিকা চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৮:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:০৭

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে। এখন অবশ্য আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সপ্তাহ থেকে বেশ তোড়জোড় দেখা যাচ্ছে বিসিবি পরিচালকদের মধ্যে। বৃহস্পতিবার মিরপুরে ‘অনির্ধারিত সভা’ শেষে বিপিএলের বিষয়ে বেশ কিছু অগ্রগতির কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

আগের আসরগুলোতে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের বেশি দাম দিয়ে নিয়ে আসতো ফ্র্যাঞ্চাইজিরা। এবার যেহেতু ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে বিসিবি নিজস্ব তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর নামে করতে যাচ্ছে বিপিএল, সেহেতু ভালো মানের বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। তবে ড্রাফটে আগের মতোই বেশ কিছু বিদেশি আছেন, যাদের আগের আসরেও ড্রাফট থেকেই দলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৯৩ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি।

বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি নাজমুলই নিশ্চিত করেছেন বিষয়টি, ‘৩৯৩ ক্রিকেটার বিপিএলে তালিকাভুক্ত হয়েছে। সাধারণত এর আগে যে সব ক্রিকেটারকে বিপিএলে দেখা গেছে, সবাই আছে এই তালিকায়। আমাদের জন্য অন্তত ভালো একটি খবর।’

ক্রিকেটারের তালিকা হলেও প্লেয়ার ড্রাফট কবে হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে বোর্ড প্রধান আগামী ১২ নভেম্বর সম্ভাব্য সূচি দিয়ে গেছেন সংবাদমাধ্যমের কাছে, ‘আজ আলোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে ১২ নভেম্বর প্লেয়ার ড্রাফটের জন্য ঠিক আছে। তার আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও শেষ হয়ে যাবে। আশা করি ১২ (নভেম্বর) তারিখেই আমরা প্লেয়ার ড্রাফট করতে পারব।’

বিপিএলে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী ৩৮ বিদেশির আবেদন পেয়েছে বিসিবি। কয়েকদিন আগে বোর্ড পরিচালক মাহবুব আনাম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কোচ হিসেবে স্থানীয়রা আবেদন করতে পারবেন না। যদিও নাজমুল জানালেন ভিন্ন কথা।

বিসিবি প্রধানের বক্তব্য, ‘আমাদের মূল কাজ হচ্ছে সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা। এর পাশাপাশি প্রত্যেকটি দলের সঙ্গে আমরা একজন করে বোর্ড পরিচালক নিয়োগ দেবো। ইতিমধ্যে ৩৮ জন বিদেশি কোচ বিপিএলে থাকতে আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয়দের কোচিং না করানোর কারণ তো আমি দেখি না। আমার ধারণা স্থানীয় কোচও থাকবে। ৩৮ বিদেশি কোচ তো আর রাখা যাবে না। দল তো মাত্র সাতটি। সাতজন কোচ কারা হবে- এটা স্পন্সর ও নির্ধারিত পরিচালকরা ঠিক করবে।’

আগামী দুই দিনের মধ্যে কোচিং স্টাফের বিষয় ঠিক হয়ে যাওয়ার কথাও শুনিয়েছেন নাজমুল, ‘মোটামুটি সব কাজই গোছানো হয়ে গেছে, বাইলজ তো আগেই করা ছিল। বঙ্গবন্ধুর নামে বিপিএল হলেও এটা নতুন কোনও কিছু নয়। আগের মতোই সব থাকবে। তবে প্রধান কোচ ছাড়াও কিছু সাপোর্ট স্টাফ- যেমন ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট লাগবে। আশা করি আগামী দুই দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট