X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রুয়েলের বিধ্বংসী বোলিংয়ে প্রথম স্তরে সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৮:৫১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৯

ম্যান অব দ্য ম্যাচ ট্রফি হাতে রুয়েল প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে সেখান থেকে শুরু করলেন রুয়েল মিয়া। তার আগুন ঝরা বোলিংয়ে মাত্র দুই দিনেই জিতেছে সিলেট। চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছে তারা।

প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নিয়ে জাতীয় লিগে রেকর্ড বোলিং করেন রুয়েল। রবিবার চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস ১৬৫ রানে গুটিয়ে দিতে ৫ উইকেট নেন তিনি। ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

রুয়েলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪২ রানের লক্ষ্য পায় সিলেট। ১ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় তারা শেষ বিকেলে। ৫.৫ ওভারে ৪৫ রান করে সিলেট।

প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৬ রানে নতুন দিন শুরু করে সিলেট, অলআউট হয় ২৩০ রানে। এই ইনিংসে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন ইরফান হোসেন।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের পক্ষে ফিফটি করেন সাদিকুর রহমান (৬২) ও ইরফান শুক্কুর (৬৬)।

দ্বিতীয় স্তরের শিরোপা জিতে সিলেট দলের উল্লাস ৬ ম্যাচে ৩ জয়, দুটি হার ও একটি ড্রয়ে ৩৬.০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হলো সিলেট। তাতে আগামী মৌসুমে তারা প্রথম স্তরে খেলবে।

বরিশালে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ৬ উইকেটে ৩৮৬ রানে দিন শুরু করেছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে তারা অলআউট হয় ৪১৪ রানে। এদিন সালমান হোসেন ৭২ ও মইন খান ৭৫ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন।

ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ।

জবাবে ৬৮ রানে ঢাকা মেট্রো ২ উইকেট হারালেও শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায়। শামসুর ৯০ ও আইয়ুব ৮৫ রানে অপরাজিত ছিলেন। ২ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা