X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিপিএলে নিজেকে ছাড়িয়ে যেতে চান তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮

সংবাদমাধ্যমের মুখোমুখি তাসকিন গত বিপিএলে সিলেট সিক্সার্স প্লে অফে না গেলেও তাসকিন আহমেদ ছিলেন সমহিমায় উজ্জ্বল। ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলটির হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নেন তিনি। শীর্ষ বোলার সাকিব আল হাসানের চেয়ে মাত্র একটি উইকেট পেছনে ছিলেন তাসকিন। কিন্তু হুট করে পাওয়া গোড়ালির ইনজুরি তাকে যেতে দেয়নি নিউজিল্যান্ডে। তবে ঘরোয়া ক্রিকেট খেলে এই সময়ের মধ্যে নিজেকে আরও পরিণত করেছেন তিনি। এবারের বিপিএলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ডানহাতি পেসারের।

১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে নতুন দলের হয়ে খেলবেন তাসকিন। ২৪ বছর বয়সী পেসারকে এবার নিয়েছে রংপুর রেঞ্জার্স। নতুন আঙ্গিকে হতে যাওয়া বিপিএলের শীর্ষ বোলারের আসনে এবার বসতে চান তিনি, ‘আগের চেয়েও ভালো করার আশা তো থাকবেই। কিন্তু দিন শেষে এটা একটা খেলা, ভালো খারাপ হবেই। চেষ্টা করবো প্রত্যেক ম্যাচে সেরাটা দেওয়ার। রংপুর রেঞ্জার্সকে জেতাতে অবদান রাখতে চাই।’

বিপিএলকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন তাসকিন। জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে মাত্র ৪ ম্যাচ খেলে ১৭ উইকেট নেন তিনি। চতুর্থ শীর্ষ বোলার হিসেবে লিগ শেষ করেছেন। এই ধারা ধরে রাখতে চান বিপিএলেও। তাতে আবারও বাংলাদেশের জার্সি পরার সুযোগ আসবে বিশ্বাস তার, ‘এখন আমার লক্ষ্য যেখানেই সুযোগ পাবো, সেখানেই ভালো খেলার। সুস্থ ও ফিট থেকে বিপিএলটা যেন ভালো খেলতে পারি। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য আমার।’

আর ৬ দিন পর শুরু হচ্ছে বিপিএল। অন্যদের মতো রোমাঞ্চ কাজ করছে তাসকিনের মনেও, ‘বিপিএল আমি খুব উপভোগ করি। বাংলাদেশের সেরা টুর্নামেন্ট এটা, অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা হয় ও ড্রেসিংরুম ভাগাভাগি করা যায়। আমার খুব ভালো লাগে। উৎসবের একটা আমেজ থাকে। বিপিএল এলে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা