X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিশ্বমানের, বলছেন পাকিস্তানি ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২০:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৩৬

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিশ্বমানের, বলছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই। সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানগামী বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সবচেয়ে অভিজ্ঞ বলতে মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংও যদি দেখেন, ১ নম্বর দল পাকিস্তানের সঙ্গে ৮ ধাপ পিছিয়ে নয়ে রয়েছে বাংলাদেশ। তবুও বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক পাকিস্তান। আর বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েই ভয়টা তাদের বেশি। পাকিস্তানের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান আহসান আলীর কথায় অন্তত সেটাই মনে হয়।

টি-টোয়েন্টিতে এক হাজার রানের ক্লাবে চার বাংলাদেশির দুজন তামিম (১৫৫৬) ও মাহমুদউল্লাহ (১৪৩০)। পাকিস্তান সিরিজে তারাই বাংলাদেশের সবচেয়ে নির্ভরতার জায়গা। দলে জায়গা পেয়ে পাকিস্তানি আহসান আলী গতকাল পাকপ্যাশনকে জানিয়েছেন, মাহমুদউল্লাহর দলকে সামলানো কঠিন হবে স্বাগতিকদের, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। তারা বেশ উন্নতি করেছে।’

৮৩ টি-টোয়েন্টিতে ৪টি ফিফটি করা মাহমুদউল্লাহর দিকে বিশেষ নজর আহসানের। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘তাদের আছে মাহমুদউল্লাহর মতো খেলোয়াড়, যিনি চমৎকার এক ব্যাটসম্যান। তারা বিশ্বমানের দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে যাচ্ছে।’

৪১টি ‍টি-টোয়েন্টি ম্যাচে ২৩.৭২ গড় ও ১২৯.৪৬ স্ট্রাইক রেটে ৯৪৯ রান করা আহসান সমর্থকদের পাশে চাইছেন, ‘আমি ভক্তদের অনুরোধ করবো, তারা যেন মাঠে এসে আমাদের সমর্থন দেন।’

গত বছর টি-টোয়েন্টির চারটি সিরিজ খেলে সবগুলোতে হেরেছে পাকিস্তান। ক্রিকেটের ছোট্ট সংস্করণে তাদের শেষ জয় গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের বিপক্ষেই ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের ।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা