X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নাঈম-জায়েদে স্বপ্ন দেখছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

আরেকটি সাফল্য, মিঠুনের সঙ্গে নাঈমের হাই-ফাইভ বিসিএলে ১৩ উইকেট পাওয়ার সুখস্মৃতি সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন নাঈম হাসান। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই নিয়েছেন ডানহাতি এই অফস্পিনার। বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠা দুই ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরি ও ক্রেগ আরভিনকে ড্রেসিংরুমে ফেরান এই স্পিনার। দিনশেষে ৩৬ ওভারে ৬৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। টানা ৩২ ওভার বোলিং করেছেন দীর্ঘদেহী অফস্পিনার, দলের ৪০ শতাংশই বোলিং করেছেন একাই। রবিবার দ্বিতীয় দিনের শুরুতে নাঈম অপেক্ষায় থাকবেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট শিকারের!

নাঈম ছাড়াও প্রথম দিন ছন্দময় বোলিং করেছেন আবু জায়েদ। শুরুতে কিছুটা সমস্যা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের কারিশমা দেখান ডানহাতি এই পেসার। ব্যাটিং বান্ধব উইকেটে ইনসুইং-আউটসুইংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পরাস্ত করেন আবু জায়েদ। দিন শেষে ১৬ ওভার বোলিং করে দুটি উইকেট পকেটে পুরেছেন এই পেসার।

ইনিংসের অষ্টম ওভারেই ওপেনার কেভিন কাসুজাকে ফিরিয়ে শুভসূচনা করে তিনি। কিন্তু মাসভাউরি দ্বিতীয় উইকেটে নামা অধিনায়ক আরভিনকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন। দুই পাশ থেকে আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ও নাঈম কেউই সাফল্য তুলে নিতে পারছিলেন না। তাদের এই জুটিতে ড্রেসিংরুমে অস্তস্বিকর পরিবেশের সৃষ্টি হয়! ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে আসেন তিন কোচ ওটিস গিবসন, রাসেল ডোমিঙ্গো ও ড্যানিয়েল ভেট্টোরি। তিনজনকেই দেখা যায় ডাগআউটের বাইরে দাঁড়িয়ে মুমিনুলকে পরামর্শ দিতে। এর কিছুক্ষণ পরই আসে সাফল্য!

৬৪ রান করা ওপেনার মাসভাউরিকে ফিরতি ক্যাচে ফেরান ডানহাতি স্পিনার নাঈম। এই রান করতে ৫৮ ও ৫৯ রানে দুবার জীবন পান জিম্বাবুয়ের এই ওপেনার।  তখনও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক আরভিন। অন্যপ্রান্তে টেলর, সেকেন্দার রাজা, মারুমাকে তিথু হতে দেননি রাহী-নাঈম জুটি। পুরো দিনটি নিশ্চিতেই কাটিয়ে দিতে পারতেন আরভিন। কিন্তু দিন শেষ হওয়ার দুই ওভার আগে নাঈমের বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক। ততক্ষণে অবশ্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২২৭ বলে ১৩ চারে ১০৭ রান করে, তিনি দেখালেন কীভাবে টেস্ট খেলতে হয়!

মাসভাউরি ও আরভিন ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২২৮ রান করে দিনশেষ করেছে। রবিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনটা মহাগুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। প্রথম ঘণ্টায় জিম্বাবুয়ের শেষ চারটি উইকেট তুলে নিতে পারলে আড়াইশোর কমে আটকে দেওয়া সম্ভব হবে। প্রথম দিনের শেষ দুই সেশনে বাংলাদেশের বোলিংয়ে দেখে তেমন প্রতাশা করা যেতেই পারে। হয়তো আবু জায়েদ-নাঈম হাসানের বোলিংয়ের হারের বৃত্ত ভাঙ্গতে পারবে মুমিনুলের দল।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি