X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

একই জায়গায় বোলিং করে নাঈমের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮

সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়ে দিনশেষে ফিরছেন নাঈম জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুগিয়ে দিন শেষ করেছেন নাঈম হাসান। মাঠে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা তরুণ অফস্পিনার সংবাদ সম্মেলন কক্ষে নিজেকে গুটিয়ে রাখলেন। মুখচোরা স্বভাবের নাঈম আসল কাজে বেশি মনোযোগী। শেষ বিকেলে সেঞ্চুরিয়ান ক্রেগ আর্ভিনের উইকেট তুলে নিয়েও তার মধ্যে উচ্ছ্বাস নেই।

মিরপুর টেস্টের প্রথম দিন ৩৬ ওভার বোলিং করেছেন নাঈম, যার মধ্যে ৩২ ওভার একটানা। নিয়মিত একই জায়গায় বল করে সাফল্য পেয়েছেন। বিসিএলের দুই রাউন্ড খেলে ২১ উইকেট নেওয়ার অনুপ্রেরণা তো ছিলই। সংবাদ সম্মেলনে অল্প কথায় নাঈম জানালেন নিজের পরিকল্পনার কথা, ‘বিসিএলে ২১ উইকেট পেয়েছি। ওই প্রতিযোগিতায় অনেক বোলিং করেছিলাম। সেই আত্মবিশ্বাস কাজে লেগেছে। কারণ অনুশীলনের চেয়ে ম্যাচের মধ্যে থাকলে বেশি আত্মবিশ্বাস পাওয়া যায়। স্পিনারদের জন্য ভ্যারিয়েশন খুব দরকার। চেষ্টা করেছি এক জায়গায় বেশিক্ষণ বোলিং করার। মাঝে মাঝে কিছু স্লো ডেলিভারি দিয়েছি।’

প্রথম দিন তুলে নিয়েছেন চারটি উইকেট। টানা বোলিং করার অভিজ্ঞতা ঘরোয়া ক্রিকেট থেকে পেয়েছেন নাঈম, ‘অভ্যাসটা এসেছে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে। ওখানে  লম্বা স্পেলে অনেক বোলিং করেছি। লম্বা স্পেলে ধৈর্য্য ধরে এক জায়গায় বল করলে সাফল্য আসবেই। বিপরীত দিকে তাইজুল ভাই ব্যাটসম্যানদের চাপে রাখার জন্যই আমি উইকেট পেয়েছি।’

মিরপুরের উইকেটকে অবশ্য ব্যাটিং অনুকূল বলে মনে করছেন দীর্ঘদেহী স্পিনার, ‘উইকেটটা তেমন টার্নিং নয়, বেশ ব্যাটিং সহায়ক। উইকেটের অবস্থা বেশ ভালোই। আমি মনে করি এই উইকেটে ব্যাট করা কঠিন নয়। কেবল টিকে থাকতে হবে।’

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। সাকিবের অনুপস্থিতি কতটা অস্বস্তিকর প্রশ্নে নাঈমের জবাব, ‘আমাদের দায়িত্ব হলো ভালো বল করা। সাকিব ভাই থাকলে  ভালো হতো। তবে চাপ নেই, আমরা দুজন (নাঈম ও তাইজুল) চেষ্টা করছি। যদিও সাকিব ভাই থাকলে অনেক সুবিধা হয়। তার কাছ থেকে ব্যাটিং-বোলিং দুটোই পাওয়া যায়।’

দিনের খেলা শেষ হতে তখন দুই ওভার বাকি। নাঈমের বলে লাইন মিস করে বোল্ড আর্ভিন। দিনের সেরা ব্যাটসম্যানের উইকেট পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের অধিনায়ককে ফিরিয়ে দিয়েও নাঈম নির্বিকার, ‘ভিডিও বিশ্লেষণ করে আর্ভিনের দুর্বলতা অনুযায়ী বল করেছি। তবে এই উইকেট নিয়ে তেমন কোনও অনুভূতি নেই। শুধু ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি