X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘দলের জয়ে সবসময় অবদান রাখতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম তিন টেস্ট একেবারেই ভালো যায়নি। নিজে রান পাননি, বাংলাদেশ তিন ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। এবার মুমিনুল হকের ঠিক উল্টো অভিজ্ঞতা। সেঞ্চুরি করেছেন, বাংলাদেশও ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জেতার পর সংবাদ সম্মেলনে মুমিনুলের চোখে-মুখে স্বস্তি ধরা পড়লো স্পষ্ট।

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েছেন মুমিনুল প্রশ্ন: অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয় কতটা স্বস্তির?

মুমিনুল: দলগতভাবে আমরা কেমন খেলি, সেটা দেখতে চাইছিলাম। ম্যাচের প্রথম দিন থেকে পেসার-স্পিনার-ব্যাটসম্যানরা পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তাই ফল আমাদের পক্ষে এসেছে। নিঃসন্দেহে এই জয় অনেক স্বস্তির।

প্রশ্ন:  সেঞ্চুরি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কেমন লাগছে?

মুমিনুল: দলের জয়ে অবদান রাখতে পারলে সবারই ভালো লাগে। অধিনায়ক থাকি বা না থাকি, দলের জয়ে সবসময় অবদান রাখতে চাই।

প্রশ্ন: টেস্টে দেশের বাইরে শুধু বাংলাদেশ নয়, আপনার পারফরম্যান্সও হতাশাজনক। কেন?

মুমিনুল: দেশের বাইরে সাফল্যের জন্য পেসারদের দিয়ে বেশি বল করাতে হবে। তারা বোলিং না করলে শিখবে না। আর এই কারণে হয়তো উইকেটটা সেভাবে তৈরি করা। আমি বিদেশের মাটিতে সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত নই। কারণ এটা পুরোপুরি মানসিক ব্যাপার। এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি চাই না আমার মাথায় নেতিবাচক কিছু ঢুকে যাক।

প্রশ্ন: নাঈমের বোলিং কেমন দেখলেন?

মুমিনুল:  নাঈম মাত্র ক্যারিয়ার শুরু করেছে, এখনও অনেক দূর যেতে বাকি। সে খুব ভালো বল করেছে। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে। ওকে ধীরে ধীরে আরও উন্নতি করতে হবে।   

ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকের হাতে টেস্ট জয়ের স্মারক তুলে দিচ্ছেন মুমিনুল প্রশ্ন: বাংলাদেশের ব্যাটসম্যানরা ধারাবাহিক নয়। দলীয় পারফরম্যান্সে এটা কতটা প্রভাব ফেলে?

মুমিনুল: এখানে মাইন্ডসেট অনেক গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ৯০ ভাগই মাইন্ডসেটের ওপরে নির্ভর করে।

প্রশ্ন: পাকিস্তানে পরের সফরে মুশফিককে দলে চান?

মুমিনুল:  অধিনায়ক হিসেবে আমি সবসময় চাই দলের সেরা খেলোয়াড়রা খেলুক। সাকিব ভাই ফিরে আসুক। যদিও সেটা এখনই সম্ভব নয়। আর মুশফিক ভাই যেতে চাইলে অবশ্যই তা আমাদের জন্য সুখবর।

প্রশ্ন: অধিনায়কত্বের সময় সিনিয়রদের কতটা সাহায্য পান?

মুমিনুল: ভারত সফর থেকে আমি টেস্ট অধিনায়ক। তখন থেকেই সিনিয়রদের কাছ থেকে শতভাগ সাহায্য পাচ্ছি। মাঠে আর মাঠের বাইরে শতভাগ সাহায্য করছেন তারা।

প্রশ্ন: এই জয় পাকিস্তান সফরে কতটা কাজে লাগবে?

মুমিনুল: যে কোনও জয়ই দলকে আত্মবিশ্বাস এনে দেয়। দলের সবাই উজ্জীবিত। আশা করি সামনে ভালো কিছু হবে।

প্রশ্ন:  দেশে কি সবসময় এমন উইকেট চান?

মুমিনুল:  যখন সবকিছু ভালো যাবে, তখন মনে হবে সব ঠিকঠাক। আমার কাছে তো এই উইকেটকেই ঠিক বলে মনে হয়।   

প্রশ্ন: ওয়ানডে সিরিজে কেমন করবে বাংলাদেশ?

মুমিনুল:  আমার তো মনে হয় বাংলাদেশের সিরিজ জেতা উচিত।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার