X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর কথায় উজ্জীবিত সতীর্থরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৬:৫৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১৭:০৩

মাহমুদউল্লাহর কথায় উজ্জীবিত সতীর্থরা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারত সফর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। ভারতে তার নেতৃত্বে ভালো খেললেও পাকিস্তানে এসেছে হতাশাজনক পারফরম্যান্স। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাওয়া গেছে দুর্দান্ত বাংলাদেশকে। অলরাউন্ডার মেহেদী হাসান জানালেন এই সাফল্যের রহস্য।

টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সফরকারী দলের ওপর প্রভাব বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। অধিনায়ক মাহমুদউল্লাহর কথাতেই উজ্জীবিত দলের দেখা মেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

দুই বছর পর পাকিস্তান সিরিজ দিয়ে আবার দলে ফেরা মেহেদী হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই কথা, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে সিনিয়রদের আলোচনা করতে শুনেছি, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ক্রিকেট খেলার কথা। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ইতিবাচক কথাবার্তা বলেছিলেন ড্রেসিংরুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে এনার্জেটিক ক্রিকেট খেলার কথা বলেছেন তিনি। এভাবে খেলতে পারলে সামনের সিরিজগুলোতেও আমরা প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারব।’

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বিপর্যস্ত বাংলাদেশ। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান- কোথাও ভালো খেলতে পারেনি তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ফল সামনের সিরিজগুলোতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তরুণ এই অলরাউন্ডার, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের সবকিছু ভালো হচ্ছে। এই সিরিজ দিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আশা করি পরবর্তী সিরিজগুলোতে কোনও সমস্যা হবে না। সামনেই আমাদের পাকিস্তানের সঙ্গে খেলা আছে। ওখানে একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি এই আত্মবিশ্বাস কাজে লাগবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?