X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বোলিংয়ে এসেই আফিফের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৮:৫৪আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:০২

আফিফ হোসেন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সফরকারীদের স্কোর ১২ ওভারে ২ উইকেটে ৭১ রান।

বল হাতে নিয়েই উইকেট উৎসবে মাতলেন আফিফ হোসেন। নিজের প্রথম বলেই এই স্পিনার ফিরিয়েছেন ক্রেগ আর্ভিনকে।

দ্রুত প্রথম উইকেট হারানোর পর জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায় আর্ভিন ও ব্রেন্ডন টেলরের জুটিতে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫০ ছাড়ানো জুটি। অবশেষে তাদের প্রতিরোধ ভাঙলেন আফিফ বোলিংয়ে এসেই। ডানহাতি স্পিনারের বলে তিনি লং অনে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। যাওয়ার আগে ৩৩ বলে করেন ২৯ রান।

আল-আমিনের প্রথম শিকার

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন আল-আমিন হোসেন। জিম্বাবুইয়ান ওপেনার টিনাশে কুমুনুকাম্বেকে আউট করেছেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিকে একাদশের বাইরে ছিলেন আল-আমিন। শফিউল ইসলামের জায়গায় আজ সুযোগ পেয়ে শুরুতেই উইকেট উদযাপন করলেন তিনি। ১০ রান করা কুমুনুকাম্বেকে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে ফিরিয়েছেন প্যাভিলিয়নে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জেতায় আজ (বুধবার) সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের।

বিশ্রামে তামিম, হাসানের অভিষেক

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। আর বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সব মিলিয়ে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। ৩ উইকেট পাওয়া আমিনুল ইসলামের জায়গায় ঢুকেছেন অভিষিক্ত হাসান মাহমুদ। আর শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন আল-আমিন হোসেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা