X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন আবদুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১১:২৭আপডেট : ২১ মার্চ ২০২০, ১৭:৩৯

আবদুস সালাম (টুপি পরা) আর নেই সুপ্রীম কোর্টের আইনজীবী হলেও ক্রিকেট মাঠে দক্ষ আম্পায়ার হিসেবে পরিচিতি ছিল তার। সেই সৈয়দ আবদুস সালাম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার আসগর আলী হাসপাতালে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন সালাম।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেটের এই সংগঠন দুটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

সুপ্রীম কোর্টের আইনজীবী হলেও ক্রিকেট মাঠটা যেন বেশি করে টানতো অ্যাডভোকেট সালামকে। তাই তো অনেক পরিশ্রম করে নিজেকে একজন দক্ষ আম্পায়ার হিসেবে দাঁড় করিয়েছিলেন। দেশ-বিদেশে দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি। সদা হাস্যোজ্জ্বল অমায়িক স্বভাবের মানুষটি বেশ পরিচিত মুখ ছিলেন ক্রিকেট অঙ্গনে।
সত্তর-আশির দশকের খ্যাতিমান ক্রিকেট আম্পায়ার সালাম ঢাকা লিগ, নানা টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট আসরের খেলা ছাড়াও সে সময়ে সফরকারী সব বিদেশি দলের বিপক্ষে বাংলাদেশের খেলা পরিচালনা করেন সুনামের সঙ্গেই। আম্পায়ারিং ছেড়ে দিয়েও বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের মায়া ছাড়তে পারেননি। ছিলেন এই সংগঠনের সহ-সভাপতি হিসেবে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে এমসিসি, হায়দরাবাদ ব্লুজ, শ্রীলঙ্কার ম্যাচ পরিচালনা করেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে উচ্চারিত হবে সালামের নাম। ১৯৭৮ সালে প্রথমবারের মতো যশোর স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা পরিচালনা করার মাঝে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে নিজের নাম লেখান তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত