X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছেলেকে জরিমানা করলেন বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ২১:১৯আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:২৫

বাবা ক্রিসের সঙ্গে ব্রড খেলে ফেলেছেন ১৪১ টেস্ট। বোঝাই যাচ্ছে ক্যারিয়ারের কতটা পথ পেরিয়ে এসেছেন তিনি। তবে স্টুয়ার্ট ব্রডকে কখনও এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি। শুধু তিনি কেন, ক্রিকেট ইতিহাসে কারোরই এমন অভিজ্ঞতা হয়নি যে বাবা জরিমানার শাস্তি দিয়েছেন! অভূতপূর্ব ঘটনাটি প্রথমবার ঘটেছে ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্টে। রোমাঞ্চকর ম্যানচেস্টার টেস্টে ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করায় এই পেসারকে তার বাবা ক্রিস ব্রড করেছেন জরিমানা।

ক্রিকেটীয় নীতির বাইরে কোনও ঘটনা এটি অবশ্য নয়। স্বাভাবিক নিয়মে অন্য ম্যাচে যা ঘটে, সেটাই হয়েছে ম্যানচেস্টার টেস্টে। এই টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। ছেলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভাঙায় তিনি শাস্তি দিয়েছেন। অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেছে ব্রডের। সঙ্গে যোগ হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছেলেকে শাস্তি দিলেন বাবা। করোনাভাইরাসের কারণে আইসিসি স্বাগতিক দেশের ম্যাচ রেফারি ও অফিসিয়াল নিয়োগের অনুমোদন দিয়েছে। ক্রিস ব্রড ইংল্যান্ডের হলেও তাই দায়িত্ব পালন করছেন ম্যাচ রেফারির। ছেলে বিধি ভাঙায় ঠিকই শাস্তি দিয়েছেন ইংল্যান্ডের হয়ে ২৫ টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যান।

ঘটনাটা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারে। চতুর্থ দিন সকালে ইয়াসির শাহ আউট হওয়ার পর ব্রড অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে এই পেসার তার শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।

এবারেরটি ধরে গত ২৪ মাসে ব্রডের নামের পাশে যোগ হলো ৩ ডেমেরিট পয়েন্ট। যার প্রথমটি তিনি পেয়েছিলেন ২০১৮ সালে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে, পরেরটি এ বছরের জানুয়ারিতে ওয়ান্ডার্সে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

/আরআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু