X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইংল্যান্ড সিরিজ দেশেই আয়োজনের পরিকল্পনা সৌরভের

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪

ইংল্যান্ড সিরিজ দেশেই আয়োজনের পরিকল্পনা সৌরভের করোনাভাইরাসে দেশের মাটিতে আয়োজন করা যায়নি আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ভারতীয় ঘরোয়া প্রতিযোগিতাটি। সামনে আছে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, কিন্তু করোনা পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারতে। শোনা যাচ্ছে, বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে দেওয়া হতে পারে ইংলিশদের আতিথ্য। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি শোনালেন অন্য কথা। দেশের মাটিতেই ইংল্যান্ড সিরিজ আয়োজনের পরিকল্পনা তার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনও মাস তিনেকের মতো সময় হাতে আছে বিসিসিআইয়ের। এই সময়কার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসতে চায় তারা। তবে দেশের মাটিতেই ইংল্যান্ড দলকে আতিথ্য দেওয়ার বিষয়টি ‘অগ্রাধিকার’ পাচ্ছে সৌরভের কথায়। আগামী জানুয়ারি থেকে মার্চে ভারতের মাটিতে সিরিজ খেলার কথা ইংল্যান্ডের।

এই সিরিজ নিয়ে ভারতীয় মিডিয়ার খবর, আইপিএলের মতো ইংল্যান্ডের বিপক্ষেও ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু সৌরভের পরিকল্পনা দেশের মাটিতে আয়োজনের, ‘ভারতেই এই সিরিজ আয়োজন অগ্রাধিকার পাবে। ভারতীয় মাঠে এটা করার সব ধরনের চেষ্টা করবো আমরা। সংযুক্ত আরব আমিরাতের সুবিধা হলো এখানকার তিনটি স্টেডিয়াম (আবুধাবি, শারজা ও দুবাই)।’

তবে ভারতেও এই সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করছেন সৌরভ। মুম্বাই কিংবা কলকাতায় জৈব সুরক্ষা বলয় গড়ার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান, “আমাদেরও একই সুবিধা আছে মুম্বাইতে- সিসিআই, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল (স্টেডিয়াম)। আমাদের (কলকাতার) ইডেন গার্ডেনসও আছে। আমাদের ‘বাবল’ তৈরি করতে হবে। আমরা আমাদের ক্রিকেট ভারতেই রাখতে চাই, এটাই খেলা উপযুক্ত জায়গা, এখানেই প্রাণ। তবে আমরা কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

দেশে খেলা ফেরানো কতটা জরুরি, সেটা খুব বুঝতে পারছেন সৌরভ। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে যে কিছুই করা সম্ভব নয়, সেটাও অস্বীকার করার সুযোগ নেই তার, ‘কোনও কিছুই ঠিক নেই। গত ছয় মাসে সবকিছু পাল্টে গেছে। আপনি আবারও ক্রিকেট উন্মাদনায় মাততে চান, আপনি ফিরতে চান স্বাভাবিক জীবনে, যেখানে খেলায়াড়রাও জড়িত। কিন্তু আপনাকে কোভিড পরিস্থিতিও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিম বিশ্বে বাংলাদেশ-মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
মুসলিম বিশ্বে বাংলাদেশ-মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আঙুলের চোটের পর দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ
আঙুলের চোটের পর দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!