X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সত্য' জানাবেন ক্রিকেট‌‌‌ার শাহাদাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৫২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৪

গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে মাস দুয়েক কারাবাসের পর গত ৮ ডিসেম্বর জামিনে মুক্তি পান ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। জামিনে মুক্তির পর শনিবার প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে যান তিনি।

‘সত্য' জানাবেন ক্রিকেট‌‌‌ার শাহাদাত

এদিন সকালেই বিসিবিতে আসেন জাতীয় দলের এই পেসার। বেলা ১২টার দিকে স্টেডিয়াম ত্যাগ করেন। দৃশ্যত এদিন শাহাদাতকে দেখা গেছে ভিন্ন রুপে। যেন ভগ্ন মনরথে একা চলছিলেন। ধীর পায়ে ক্লান্ত এক শরীর টেনে চলছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।

এমনকি বিসিবির গেইটে থাকা নিরাপত্তা রক্ষীরাও ফিরে তাকাননি শাহাদাতের দিকে। সঙ্গী অবশ্য একজন ছিলেন তার। সঙ্গীসহ সিএনজি যোগে দ্রুতই স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন তিনি।

বিসিবির এক কর্মকর্তা রাজীবের আসার কারণ সম্পর্কে জানালেন, মেডিক্যাল বিভাগে এসেছিলেন শাহাদাত। হয়তো শারীরিক কোনও সমস্যা ছিল।

এ প্রসঙ্গে শাহদাত হোসেন রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত কাজেই আমি ওখানে গিয়েছি। আমার সঙ্গেতো বিসিবির কোনও সমস্যা হয়নি। পাপন ভাই যা ভালো মনে করবেন তাই করবেন।’ নিজের উপলব্দি কী জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যটা কেউই জানে না। সবাইকে খুব শিগগিরই জানানো হবে।’

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। চলতি বছরের ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে শাহদাতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান। গত ১২ নভেম্বর মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শাহাদাতের জামিন আবেদন খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ৮ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক