X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে হাসলো সাকিবের ব্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৮:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:১৮

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে বড্ড অচেনা লাগছিল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোলিংটা কোনও রকম হলেও ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বৃহস্পতিবারের প্রথম প্রস্তুতি ম্যাচেও ছিলেন ছন্দহীন। অবশেষে ব্যর্থতার খোলস ভেঙে দেখা দিলেন চিরচেনা সাকিব। অনেকদিন পর হাসলো তার ব্যাট। আজ (শনিবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি পূরণ করে খেলেছেন ৫২ রানের ইনিংস।

বিকেএসপিতে সাকিবের হাফসেঞ্চুরিতে মাহমুদউল্লাহ একাদশ ২২৪ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে তামিম ইকবালও পেয়েছেন হাফসেঞ্চুরি। তার ৮০ বলে ৮০ রানের ইনিংসর ওপর ভর করে তামিম একাদশ ৩৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটের জয়ের পথে তামিম ৫ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়ে স্বেচ্ছায় অবসরে যান। এছাড়া লিটন দাস ৫৩ বলে ৪৮ ও নাজমুল হোসেন শান্ত ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেন।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উইকেটশূন্য ছিলেন সাকিব। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ৪৫ রান খরচায় একটি ও হাসান মাহমুদ ৩১ রানে নেন ১ উইকেট।

এর আগে মাহমুদউল্লাহ একাদশ নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। আগের ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৬৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় নাঈম ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন। দীর্ঘদিন পর রানের দেখা পাওয়া সাকিব খেলেছেন খানিকটা রয়েসয়ে। আউট হওয়ার সময় তার নামের পাশে ছিল ৮২ বলে ৫২ রান। 

বল হাতে তামিম একাদশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

মাহমুদউল্লাহ একাদশ: ৪৫ ওভারে ২২৩/৭ (সাকিব ৫২, নাঈম ৫০, মোসাদ্দেক ৩১, মুশফিক ২৫, ইয়াসির আলী ২৪, মিরাজ ১১, তাইজুল ৪, হাসান ২; মেহেদী ২/৩১, সাইফউদ্দিন ২/৬২, নাসুম ১/৩৩, মোস্তাফিজুর ১/৩৭, রুবেল ১/৪৪)।

তামিম একাদশ: ৩৫.২ ওভারে ২২৪/৩ (তামিম ৮০ (স্বেচ্ছায় আউট), নাজমুল ৬১, লিটন ৪৮*, মিঠুন ১৭*, সৌম্য ১২; হাসান ১/৩১, তাসকিন ১/৪৫, সাকিব ০/২১, তাইজুল ০/৩১)।

ফল: তামিম একাদশ ৭ উইকেটে জয়ী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?