X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১২:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:২৩

সিরিজ জয়ের মিশনে আজ (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে স্বাগতিকরা। এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর সাকিব আল হাসানের আঘাতে দিশেহারা সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চেপে ধরেন মিরাজ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে ডানহাতি স্পিনার ফেরান কিয়র্ন ওটলিকে। ২৪ রান করে ক্যারিবিয়ান ওপেনার ধরা পড়েন তামিম ইকবালের হাতে। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ওই ওভারের চতুর্থ বলে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন জোশুয়া দা সিলভা। বোল্ড হয়ে ফেরার আগে করেন মাত্র ৫ রান।

পরের ওভারেই আবার সাকিবের আঘাত। প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। ষষ্ঠ বলে তিনি বোল্ড করে ফেরান আন্দ্রে ম্যাকার্থিকে (৩)।

এর আগে বাংলাদেশকে দারুণ ‍শুরু এনে দিয়েছেন মোস্তাফিজ। শুরু থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়া এই পেসার দলকে এনে দিয়েছেন প্রথম উইকেট। নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে মোস্তাফিজ ফিরিয়েছেন সুনিল অ্যাব্রিসকে। ৬ রান করে ক্যারিবিয়ান ওপেনার ফিরেছেন মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়ে।

প্রথম ওয়ানডেতে এসেছে সহজ জয়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স এলেও কঠিন উইকেটে ব্যাটিংয়ে ভুগতে হয়েছিল বাংলাদেশকে। এরপরও দ্বিতীয় ওয়ানডেতে যে উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ম্যানেজমেন্ট, সেটা অনুমিত ছিল। হলোও তাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে আগের একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যাব্রিস, জোশুয়া দা সিলভা (উইকেটকিপার), আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমা বনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেফ, আকিল হোসেইন, কিয়র্ন ওটলি।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে